খেলাধুলার বিভাগ তথা স্পোর্টস ডেস্ক বন্ধ করে দিচ্ছে মার্কিন প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস।
সোমবার একটি মেমোর মাধ্যমে দ্য নিউইয়র্ক টাইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরেডিথ কোপিত লেভিন কর্মীদের এই খবর জানান।
ওই মেমোতে তিনি বলেন, “এখন থেকে তাদের আর কোনও স্বতন্ত্র স্পোর্টস ডেস্ক থাকবে না। আর বর্তমানে যেসব ক্রীড়া সাংবাদিক এখানে রয়েছেন, তাদেরকে নিউজরুমের অন্যান্য ডেস্কে স্থানান্তর করা হবে।”
মেরেডিথ কোপিত লেভিন বলেন, “এই সহকর্মীদের অনেকেই এখন থেকে নতুন ডেস্কে গিয়ে খেলাধুলা বিষয়ক সাংবাদিকতা চালিয়ে যাবেন- খেলাকে কেন্দ্র করে যে ব্যবসা, সংস্কৃতি ও ক্ষমতা কাঠামো গড়ে উঠেছে সেই সব বিষয় নিয়ে তারা কাজ করবেন; বিশেষ করে এন্টারপ্রাইজিং রিপোর্টিং এবং অনুসন্ধানের মাধ্যমে- যেটির জন্য তারা ইতোমধ্যেই সুপরিচিত।”
তবে আপাতত কোনও কর্মী ছাঁটাই করা হবে না বলে ওই মেমোতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের শুরু থেকেই দ্য নিউইয়র্ক টাইমসের স্পোর্টস ডেস্কের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যখন এই নিউজ আউটলেটটি ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করে স্পোর্টস নিউজ ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ কিনে নেয়। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস