মো: জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: গত ১৯ ডিসেম্বর ২০২১ ইং রোববার সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় ব্রিকলেনের একটি হলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদ্য নির্বাচিত সভাপতি মেয়র শেরওয়ান চৌধুরী ও জেনারেল সেক্রেটারী জনাব আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একাত্তরের বীরাঙ্গনাদের স্মরণ ও শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জকিগঞ্জের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। জকিগঞ্জবাসীর কাছে দেয়া ‘নির্বাচনী ইশতেহার’ বাস্তবায়নে ‘অ্যাকশন প্ল্যান’ নিয়েও আলোচনা হয়। অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি