কূটনৈতিক রিপোর্টার: স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশের ৯ জন তরুণ আইকনের গল্প বলার আয়োজন করছে নেদারল্যান্ডসের হেগের বাংলাদেশ দূতাবাস।
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে গল্প শোনার ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগদানের উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।
দূতাবাস এ সংক্রান্ত এক ফেসবুক বার্তায় বলেছে, ৫০ বছর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে নবীন এই রাষ্ট্রটি আজ উন্নয়নের এক অলৌকিক দৃষ্টান্ত। আজ বাংলাদেশের তরুণরা শুধু জনসংখ্যার অর্ধেকেরও বেশি নয়, তারা উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশ হলো ‘a big place in a small space’ যেখানে বাংলাদেশি তরুণদের #আকাঙ্ক্ষা, #উদ্ভাবন, #অন্তর্ভুক্তি, #সম্প্রীতি, #নেতৃত্ব, #সৃজনশীলতা, #সহানুভূতির অনেক গল্প রয়েছে। নেদারল্যান্ডসে বাংলাদেশের দূতাবাস ৯ জন তরুণ আইকনের গল্প শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে। অনুগ্রহ করে আমাদের প্রোগ্রামে যোগদিন (ভার্চ্যুয়ালি): ১৬ই ডিসেম্বরে ডাচ সময় বিকাল ৪টা বাংলাদেশ সময় রাত ৯টায় দূতাবাসের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করা হবে বলেও জানানো হয়েছে।