শিরোনাম
মঙ্গল. জানু ৬, ২০২৬

স্বৈরাচার সরকারের পতন ছাড়া এ দেশের মানুষের মুক্তি হবে না: নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্য প্রয়োজন। রাজনৈতিক ঐক্য দিয়ে এখন আর কাজ হবে না, দেশকে বাঁচাতে হলে এখন জনগণের ঐক্য প্রয়োজন।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা; স্বাস্থ্যখাতে দুর্নীতির রাঘব বোয়লদের গ্রেফতার এবং স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের ডিজির অপসারণের’ দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, স্বৈরাচার সরকারের পতন ছাড়া এ দেশের মানুষের মুক্তি হবে না। আমরা অনেক আন্দোলন-প্রতিবাদ-ঘেরাও কর্মসূচি পালন করেছি। এখন জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের অন্যতম কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, রাষ্ট্রচিন্তার ফরিদুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, ইতালি থেকে যেসব প্রবাসী বাংলাদেশে ফিরে এসেছেন, তারা রিজেন্ট কিংবা জেকেজি হাসপাতাল করোনার পরীক্ষা করাননি। অন্য হাসপাতালে করেছেন। তার অর্থ হচ্ছে অন্যান্য হাসপাতালেও করোনার ভুয়া টেস্ট এবং সেই টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *