শিরোনাম
সোম. ডিসে ৮, ২০২৫

ভাষান্তর- মেহেদী হাসান

আমার মনে হয় ঈশ্বরের সমকক্ষ সেই মানুষ,
যার তোমার বিপরীতে বসে মায়াবী কণ্ঠস্বর আর
প্রলুব্ধকর হাসি ঘনিষ্ঠভাবে শুনতে পারার অধিকার আছে।

তোমার দিকে তাকালে আমার হৃৎপিণ্ডে
এমনভাবে কেঁপে ওঠে যেন পাহাড়ি বাতাস
ওক গাছে ঝাঁপিয়ে পড়েছে।

হঠাৎ তোমার সঙ্গে দেখা হলে আমি কথা বলতে পারি না—
আমার জিভ শক্ত হয়ে যায়;
ত্বকের নিচে ছুটে চলে আগুনের ফুলকি;
দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায়;
কানের কাছে বাজতে থাকে ঢাকের আওয়াজ।
আমি ঘামে ভিজে যাই;
পুরো শরীর কাঁপতে থাকে;
হয়ে যাই শুকনো ঘাসের চেয়েও ফ্যাকাশে।
মনে হয় মৃত্যু আমার খুব নিকটে।

স্যাপফো খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক কবি। তার অধিকাংশ লেখা কেবল টুকরো আকারে পাওয়া যায়। Fragment 31 (Phainetai moi) — ‘আমার কাছে এমন মনে হয়’ তার অন্যতম বিখ্যাত কবিতা। অ্যান কার্সন, জোসেফিন বালমার, গিলিয়ান স্প্যাগস, ম্যারি বারনার্ড ও উইলিস বার্নস্টোনের ইংরেজি অনুবাদের ভিত্তিতে এই ভাবানুবাদ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *