শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

স্লোগানের মর্ম নিয়েই ১৯ সংগঠন একসঙ্গে কাজ করবে: আলমগীর

বিনোদন প্রতিবেদক: যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ এবং বিদেশি ছবি আমদানিতে অনিয়মের প্রতিবাদে ২০১৭ সালে চলচ্চিত্রের সব সংগঠন মিলে ‘চলচ্চিত্র পরিবার’ গঠিত হয়েছিল। তখন এ সংগঠনের আহ্বায়ক করা হয় নায়ক আকবর হোসেন পাঠান ফারুককে। চলচ্চিত্রের নানা সংকটে এ পরিবার ভূমিকাও রেখেছিল। কিন্তু বেশ কিছুদিন থেকে অনেকটা স্থবির ছিল সংগঠনটি।

এদিকে বেশ কিছুদিন ধরে ঢাকাই চলচ্চিত্র ‘অস্থির’ সময় পার করছে। বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরে এ অস্থিরতা আরও বেড়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে নতুনভাবে চলচ্চিত্রকে নিয়ে ভাবতে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১৯ সংগঠন আবার এক ছাতার নিচে এসেছে। সব সংগঠন মিলে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আপাতত এ সংগঠনের নাম রাখা হয়েছে ‘চলচ্চিত্রের উন্নয়নে ১৯ সংগঠন’। পরে এর নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আহ্বায়ক কমিটি।

গত বুধবার এফডিসির বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে এক জরুরি বৈঠকে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা আলমগীর। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পাঁচজন। তাঁরা হলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ, প্রযোজক নেতা খোরশেদ আলম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজি শোয়েব রশিদ। সদস্যসচিবের দায়িত্ব পাওয়া তিনজন হলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, চলচ্চিত্র গ্রাহক সংস্থার মহাসচিব আসাদুজ্জামান মজনু এবং চিত্রনায়িকা নিপুণ আক্তার।

কমিটিতে পরিচালক সমিতির অর্থসচিব সালাহউদ্দিন এ কমিটির কোষাধ্যক্ষ হিসেবে কাজ করবেন। প্রযোজক মো. শামসুল আলম, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী সদস্য পদে আরও আছেন ফাইটার সমিতির সভাপতি মো. আরমান, সদস্যসচিব আতিকুর রহমান, শিল্পনির্দেশক সমিতির সভাপতি উত্তম গুহ, সাধারণ সম্পাদক মো. ফরিদ, লাইট সরবরাহ মালিক সমিতির প্রতিনিধি সালাম, সহকারী চিত্রগ্রাহক সংস্থার সভাপতি মো. বশির হোসেন, মহাসচিব কামরুল ইসলাম, ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি কামাল মোহাম্মদ কিবরিয়া ও মহাসচিব ইঞ্জিনিয়ার এম এ রহমান জাহান।


নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়নি এখনো। জানা গেছে, ১৭ মার্চ দেশজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের সমাপনী হবে। সেই অনুষ্ঠান পালন করার মধ্য দিয়ে যাত্রা শুরু করবে সংগঠনটি।


সংগঠনটির নতুন আহ্বায়ক আলমগীর জানান, চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করবে এ সংগঠন। তিনি বলেন, ‘এ সংগঠনের নামই হলো “চলচ্চিত্রের উন্নয়নে ১৯ সংগঠন”। সুতরাং কী কাজ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। কোনো নির্বাচন নিয়ে আমরা চিন্তাও করি না, জানিও না। আমাদের একটাই কথা কিংবা কর্তব্য, চলচ্চিত্রের উন্নয়ন কীভাবে করা যায়। এটাই আমাদের স্লোগান। আর এ স্লোগানের মর্ম নিয়েই ১৯ সংগঠন একসঙ্গে কাজ করবে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *