ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক হকিতে জয়ের উদ্যাপন যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ! ২০১৮ সালের ২৬ আগস্ট জাকার্তায় এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশ সর্বশেষ জিতেছিল থাইল্যান্ডের বিপক্ষে। এরপর টানা ছয়টি আন্তর্জাতিক ম্যাচে হেরেছে বাংলাদেশ। মাঝে কেটে গেছে সাড়ে তিন বছর। অবশেষে সেই জাকার্তাতেই এল কাঙ্ক্ষিত জয়।
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন খোরশেদুর রহমান। ১টি করে গোল আরশাদ হোসেন, সোহানুর রহমান, পুস্কর খীসা, রাসেল মাহমুদ ও রোমান সরকারের। ইন্দোনেশিয়ার গোল দুটি করেছেন আরদাম ও আসাসি আহদান।
এএইচএফ কাপে টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের টুর্নামেন্টেও ফেবারিট হিসেবেই খেলতে নেমেছে। ইন্দোনেশিয়ার তুলনায় অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা বাংলাদেশ অবশ্য মাঝে ৪০ মাস কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেনি। ইন্দোনেশিয়ার সঙ্গে আজই প্রথম দেখা নীল টার্ফে। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৩৮, ইন্দোনেশিয়া ৫১তম স্থানে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ তাই অনুমিতভাবেই সহজ জয় তুলে নিয়েছে।
২০১৮ এশিয়ান গেমসের পর বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল ঢাকায় গত ডিসেম্বরে হওয়া এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। কিন্তু ৪০ মাস পর ফেরাটা মোটেও সুখের ছিল না বাংলাদেশের জন্য। টানা চার ম্যাচ হেরেছিল ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের কাছে।
শুক্রবার অবশ্য শুরু থেকে বেশ দাপটের সঙ্গে খেলেছেন সারোয়ার, খোরশেদরা। বিকেএসপিতে কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তির অধীনে মাত্র এক মাসের অনুশীলনের পরও খেলোয়াড়দের স্টিকওয়ার্ক ছিল গোছানো। যদিও বাংলাদেশ ১০টি পেনাল্টি কর্নার আদায় করেও মাত্র একটি থেকে গোল বের করতে পেরেছে। ম্যাচের ১৫ মিনিটে খোরশেদুর রহমান ড্র্যাগ ফ্লিকে করেন প্রথম গোল। ২০ মিনিটে ফিল্ড গোল থেকে আরশাদ হোসেন ব্যবধান দ্বিগুণ করেছেন। ২৩ মিনিটে সোহানুর রহমান স্কোর ৩-০ করেন।
ম্যাচে যতই সময় গড়িয়েছে, ততই যেন নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে যেখানে মাত্র ১ গোল দেয় প্রতিপক্ষের জালে, সেখানে পরের তিন কোয়ার্টারে দিয়েছে বাকি ৬ গোল।
২৭ মিনিটে খোরশেদ করেছেন চতুর্থ গোল। ৪৯ মিনিটে সারোয়ারের পুশ থেকে পুস্করের দেওয়া বাংলাদেশের পঞ্চম গোলটি ছিল দেখার মতো। ইন্দোনেশিয়ার গোলরক্ষক ফজর আলমের সামনে দাঁড়িয়ে স্টিক দিয়ে বলের গতি বদলে দিয়েই উল্লাসে মেতে ওঠেন এই স্ট্রাইকার। ৫৫ মিনিটে পরপর দুটি গোল করেন রাসেল মাহমুদ ও রোমান সরকার। এরপর ৫৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ইন্দোনেশিয়ার আরদাম করেছেন ৭-১। ৫৭ মিনিটে আহদাম আরেকটি গোল করলেও হার এড়াতে পারেনি ইন্দোনেশিয়া।
বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে ১৪ মার্চ।