শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

হাতিরঝিলে দর্শকদের মারামারি, জেমস ও হাসানের কনসার্ট বাতিল

গত ১ ডিসেম্বর থেকে হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে শুরু হয় ‘লাল সবুজের মহোৎসব’শীর্ষক কনসার্ট। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এক মঞ্চে গান পরিবেশনের কথা ছিল জেমস, হাসান ও এস আই টুটুলের। কিন্তু সে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

জানা যায়, ১৫ ডিসেম্বর, বুধবার রাতে মারামারির মতো অপ্রীতিকর ঘটনার পর কনসার্ট বাতিল করেন কনসার্টের সমন্বয়কারী, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

রাতে বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড গান পরিবেশনার কথা ছিল। কিন্তু গ্যালারিতে প্রবেশ ও বসা নিয়ে দর্শকদের মধ্যে মারামারি শুরু হয়। সেই ঘটনার প্রেক্ষিতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়।

গত ১ ডিসেম্বর থেকে হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে ‘লাল সবুজের মহোৎসব’ শীর্ষক এই আয়োজন হয়ে আসছে। দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই-এর উদ্যোগে এই আয়োজনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা ১৫ দিন বিভিন্ন অনুষ্ঠানে জমজমাট ছিল অ্যাম্পিথিয়েটার। বুধবারের কনসার্টে পারফর্ম করার কথা ছিল আর্টসেল, অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, নেমেসিস, ভাইকিংস ব্যান্ডগুলোর। আর্বোভাইরাসের মধ্য দিয়ে শুরু হয় এদিনের কনসার্ট। এরপর মঞ্চে ওঠে অ্যাভয়েড রাফা। কিন্তু একটি গান করার পরই কনসার্টের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *