শিরোনাম
শুক্র. ডিসে ৫, ২০২৫

হাতের ভেতরে থাকা চিপে খুলছে গাড়ি

গাড়ি ও বাড়ির চাবি সবসময় সঙ্গে সঙ্গে রাখতে হয়। হারিয়ে গেলেই বিপদ। অনেকেই বাড়ি থেকে বের হওয়ার সময় গাড়ির চাবি নিতে ভুলে যান। আবার চাবির জন্য ফেরত আসতে হয়। তবে এসব কোনো ঝামেলাই আর পোহাতে হয় না ব্রান্ডন দালাইয়ের। কারণ সবসময় তার এক হাতে গাড়ির চাবি ও আরেক হাতে বাড়ির চাবি। তাই বলে স্বাভাবিক কোনো কাজ করতে তার কোনো অসুবিধা হয় না। কারণ দুই চাবিই তিনি চিপ আকারে হাতের ভেতরে প্রবেশ করিয়েছেন প্রযুক্তির সাহায্যে।

বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, ডান হাতে ক্ষুদ্রাকৃতির একটি চিপ প্রবেশ করিয়েছেন ব্রান্ডন দালাই। এখন হাত গাড়িতে স্পর্শ করলেই খুলে যাচ্ছে নিজের টেসলা গাড়ি। টুইটারে ও ইউটিউবে ভিডিও শেয়ার করেছেন ব্রান্ডন দালাই। পেশাদার ব্যক্তির সাহায্যে হাতে চিপ প্রবেশ করিয়েছেন তিনি।

এর আগে বাম হাতেও একটি চিপ প্রবেশ করিয়েছেন ব্রান্ডন দালাই। এ চিপটি তার সমস্ত যোগাযোগ ও মেডিকেল তথ্য সংরক্ষণ করে। পাশাপাশি সেই চিপটির মাধ্যমে বাড়ির দরজাও খোলা যায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *