আসাম নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে আসামের করিমগঞ্জ আসনে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী আইনজীবী হাফিজ রসিদ চৌধুরীকে পূর্ণ সমর্থন জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
বিডিএফ কার্যালয়ে এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে হাফিজ রসিদ চৌধুরী গত ত্রিশ বছর ধরে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের সংখ্যালঘু বাঙালিদের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন।
ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প এবং এনার্সিতে যেসব বাঙালিদের হেনস্থা করা হয়েছে তাদের জন্য তিনি সর্বদাই আইনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । বিভিন্ন সভা,সমিতিতে এই রাজ্যের বাঙালিদের সমস্যা নিয়ে তিনি সোচ্চার রয়েছেন।
তাই তার মত একজন শিক্ষিত,স্পষ্টবক্তা যদি সাংসদ নির্বাচিত হন তবে শুধু বরাক উপত্যকা নয় সারা আসামের বাঙালিরা উপকৃত হবেন,কারণ অন্ততঃ তাঁদের সমস্যা সংসদে জোরালো ভাবে তুলে ধরতে পারবেন তিনি। তাই তাঁকে তাঁরা সমর্থন করছেন এবং আপামর করিমগঞ্জ বাসীকে তোকে ভোট দেবার আহ্বান জানাচ্ছেন।
এই প্রসঙ্গে প্রদীপ দত্তরায় আরো বলেন যে হয়তো বিজেপিকে পরোক্ষভাবে সাহায্য করার জন্য তাঁর বিরুদ্ধে এআইইউডিএফ থেকে প্রার্থী দেওয়া হবে। তিনি বলেন বিগত রাজ্যসভা নির্বাচনে এই ভাবে বিজেপির প্রার্থীর বিজয়ের পথ সুগম করার জন্য প্রার্থী দিয়েছিলেন বদর উদ্দিন আজমল।
এছাড়াও দেখা গেছে বিগত দিনে বিভিন্ন নির্বাচনে এইউডিএফ এর পক্ষ থেকে এমনভাবে প্রার্থী দেওয়া হয় যাতে ভোট বিভাজনের সুযোগ দিয়ে বিজেপি প্রার্থীদের জেতানো সম্ভব হয়। প্রদীপ বাবু বলেন এআইইউডিএফ এর এই ধরনের দ্বিচারিতা এখন সবাই জেনে গেছেন এবং তাঁরা যে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে তাতে কোন সন্দেহের অবকাশ নেই।
তাই আসন্ন নির্বাচনে এইউডিএফ প্রার্থীকে ভোট দিয়ে নিজের মূল্যবান ভোটকে নষ্ট না করার জন্য করিমগঞ্জের সমগ্র মুসলিম সমাজকে আবেদন জানিয়েছেন বিডিএফ মুখ্য আহ্বায়ক। তিনি বলেন যে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে এআইইউডিএফ প্রার্থীকে একটি ভোট দেওয়া মানে বিজেপি প্রার্থীকে দুটো ভোটে এগিয়ে রাখা।তাই নিজেদের স্বার্থে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে।
প্রদীপ বাবু এদিন বলেন যে বিজেপি দলের করিমগঞ্জের বিগত সাংসদকে সংখ্যালঘুদের স্বার্থে সংসদে একটিও কথা বলতে শোনা যায়নি। ডি ভোটার সমস্যা,ডিটেনশন সমস্যা,বরাকের প্রার্থীদের চাকরি বঞ্চনা, ডিলিমিটেশন, বরাকের অনুন্নয়ন ইত্যাদি নিয়ে সম্পুর্ন নীরব ছিলেন এই নির্বাচিত সাংসদ।
কিসের জন্য বা কার ভয়ে তিনি মুখ খুলতে সাহস পাননা তা রহস্যজনক। এবং সেজন্যই এবার হাফিজ রসিদ চৌধুরীকে জয়ী করার জন্য করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সবাইকে আবারো অনুরোধ জানিয়েছেন তিনি। তার বক্তব্য নিজেদের স্বার্থেই তাই বার কাউন্সিলের সভাপতি এই বিদগ্ধ ব্যাক্তিত্বকে জেতানো জরুরী। তেমন হলে সঠিক প্রতিনিধি পাবেন এই রাজ্যের বাঙালিরা।
বিডিএফ এর পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।