Breaking
মঙ্গল. ডিসে ২, ২০২৫

‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে সমন্বয়ক ধরে নিয়ে ডিবি অফিসে আটকে রাখায় সমালোচিত গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের ‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন নির্মাতারা। অভিনয়শিল্পী জাদু আজাদ ‘হারুনের ভাতের হোটেল’ নামে একটি সিনেমা পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন।

সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। সিনেমাটায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসবো।

সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো ঠিক করিনি তারা এতে অভিনয় করবেন তবে বেশ কিছু চমক থাকবে সিনেমাটিতে। চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী নির্বাচন করা হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেয়ার নামে ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। সে সময়ে ছয় সমন্বয়ক নিয়ে খাওয়া-দাওয়া করানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপর থেকে সমালোচনার মুখে পড়েন হারুন। এর আগেও বিভিন্ন সময়ে অনেককে জিজ্ঞাসাবাদ কিংবা হেফাজতের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি। এছাড়া কার্যালয়ে দেখা করতে যাওয়া অনেককে খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখান থেকেই ব্যাঙ্গাত্মকভাবে ‘হারুনের ভাতের হোটেল’ নামটি এসেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *