শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

হাসপাতালে দুর্নীতিবিরোধী অভিযানে পূর্বানুমতিতে কার স্বার্থে?

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী দেশের কোন সরকারি-বেসরকারি হাসপাতালে অভিযান চালাতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বরাবর এই মর্মে একটি চিঠি পাঠানোর পরই উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

মন্ত্রণালয়ের পূর্বানুমতির এমন ঘোষণার প্রেক্ষিতে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় টিআইবির নির্বাহী পরিচালক প্রশ্নে রেখেছেন ‘হাসপাতালে দুর্নীতিবিরোধী অভিযানে পূর্বানুমতি: কার স্বার্থে?’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারি-বেসরকারি হাসপাতালে দুর্নীতি বিরোধী অভিযানের আগে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এটা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেনো এর ভেতরে একাধিক উপাদান কাজ করে থাকতে পারে।’

‘প্রথম কথা হচ্ছে- যদি পূর্বানুমতি লাগবে বলে আমরা ধরেও নেই, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাকে একটি অনুমোদান বা নির্দেশনার মাধ্যমে বলে দেয়া যায় একটি কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে হবে। আইনের অপব্যবহার না করতে।’

‘সেটি না করে প্রতিটি ক্ষেত্রে অনুমোদন বা অনুমতি লাগবে বলার অর্থ হচ্ছে, যারা এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় (অনুমোদন) ছিলেন তারা হয়তো ভেবেছেন অভিযান চালানো হলে চুনুপুটি ধরতে গিয়ে বড় কিছু বের হয়ে আসবে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *