নিজস্ব প্রতিবেদক
মানবাধিকার সংগঠণ জাস্টিস ফর ভিক্টিমস ইউকে’র উদ্যোগে আয়োজিদ বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদি সরকার দেশের মানুষের সব অধিকার হরণ করেছে। এখন দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশের ব্যাংকগুলোকে ফতুর করেছে শেখ পরিবারের অনুগত লুটেরা ব্যবসায়ীরা। বক্তারা আরো বলেন, শেখ হাসিনার দেশের সার্বভৌমত্ব দিল্লীর হাতে তুলে দিয়েছে। দেশকে দিল্লীর অলিখিত কলোনী বানিয়েছে শেখ হাসিনা। বক্তারা বলেছেন, দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে এবং লুটপাট ও দুর্নীতির বিচারের জন্যই প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।
সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই জালিম লুটেরা সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানান বক্তারা।বক্তারা বলেন, ২০০৭ সালে তথাকথিত জরুরী আইনের সরকারের উত্তরসূরী হিসাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল ভারত। জেনারেল মঈন উদ্দিনের সাথে সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে ২০০৯ সালে ক্ষমতায় বসানো হয়। এরপরই পিলখানায় বিডিআর সদর দফতরে সেনা হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা গুম-খুনের রাজনীতি শুরু করেছিল। এই গুম-খুনের রাজনীতি এখনো অব্যাহত রয়েছে। ভোটের নামে মানুষের সাথে তামাশা করছে শেখ হাসিনা। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দিনের ভোট রাতেই সেরে ফেলা হয় এখন। বক্তারা বলেন, দেশ ও দেশের মানুষকে রক্ষা করতেই এখন সময়ের দাবী দেশপ্রেমিকদের ঐক্য গড়ে তোলা।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: জহিরুল ইসলাম । যৌথভাবে সভা পরিচালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি তানভীর আহমেদ ও এসিস্ট্যান্ট অরগানাইজেশন সেক্রেটারি রবিউল ইসলাম।মানববন্ধনে প্রধান অতিথি হিসবে উপস্তিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি জনাব এম,এ মালিক। বিশেষ অতিতি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল ইউকে’র সভাপতি আব্দুস সামাদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা দলের মাওলানা শামীম আহমেদ, যুক্তরাজ্য বিএনপি’র সহ-প্রচার সম্পাদক ডঃ মইনুল হোসাইন, সিলেট জেলা পশ্চিমের ছাত্র শিবিরের সাবেক সভাপতি আশিক উদ্দিন, জাস্টিস ফর ভিক্টিমস এর ভাইস প্রেসিডেন্ট মো করিম মিয়া, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল বালাগঞ্জ থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তফুর আহমেদ, মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের বা ইআরআইয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবিএম আকরাম, জাস্টিস ফর ভিকিটিমের অ্যাসিস্ট্যান্ট অরগানাইজেশন সেক্রেটারি মাহবুব হাসান মাহফুজ, মো:জাহাঙ্গীর আলম ,সরওয়ার আহমদ চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন, জাস্টিস ফোর ভিকটিমস ইউকে এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফাহিম আহমদ,জাস্টিস ফোর ভিক্টিমস এর মেনেজমেন্ট সম্পাদক মারুফ আহমেদ, মিনহাজ উদ্দীন খাঁন, আসাদসোবহান,আহসান হাবিব তাকি, মারুফ আহম, মোহাম্মদ লতিফ আহমেদ, মকছুদ ইবনে ওয়াহিদ (কয়েছ), মো: তানভীর হুসাইন , মো: জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান, আবদুল মোমিন, হাসান আহমেদ, মুহিবুর রহমান, মো:নাজমুল ইসলাম , আব্দুর রহমান , মিনহাজ উদ্দীন খাঁন প্রমুখ।