হিন্দু মায়ের সন্তান হয়ে কেন শুধু ইসলাম ধর্ম মেনে চলবে? আমির খানকে নজিরবিহীন আক্রমণ কঙ্গনা রানাউতের। “আপনি তো সাংঘাতিক কট্টরপন্থী!” তোপ অভিনেত্রীর।
‘লাল সিং চড্ডা’র শুটিং করতে তুরস্কে এখন ব্যস্ত আমির খান। তার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের স্ত্রী এমাইন এরদোগানের সঙ্গে আলাপ সেরে এসেছেন বলিউড অভিনেতা। জ্বলন্ত কাশ্মীর ইস্যু নিয়ে সম্প্রতি একাধিক বার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে তুরস্কের প্রেসিডেন্টকে।
আর তার স্ত্রীয়ের সঙ্গেই কিনা আড্ডায় মজেছেন ভারতীয় অভিনেতা! তাহলে কি ভারতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি? প্রশ্ন তুলে একেবারে গেল গেল রব উঠেছে নেটদুনিয়ায়। নেটজনতার একাংশ আবার আমিরের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’কে বয়কট করার দাবি তুলে ইতিমধ্যেই তুলোধোনা করছেন অভিনেতাকে।
সেই বিতর্কেই এবার ঘৃতাহূতির মতো কাজ করল কঙ্গনা রানাউতের মন্তব্য।
কোনওরকম পরোয়া না করে সরাসরি আমিরের ধর্মবিশ্বাস নিয়ে বিঁধলেন অভিনেত্রী। প্রশ্ন তুলছেন, হিন্দু মায়ের সন্তান শুধু ইসলাম ধর্মাচরণ করবে কেন? এখানে আদতে আমিরের স্ত্রী কিরণ রাওয়ের কথাই বলতে চেয়েছেন কঙ্গনা।
পুরনো এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, “আমি এবং স্ত্রী কিরণ দুজনের ধর্মবিশ্বাস ভিন্ন হলেও আমরা পরস্পর সেটাকে সম্মান করি। কিন্তু সন্তানকে ইসলাম ধর্মের রীতিনীতি পালন করতেই শেখাই আমি।” ব্যস! পুরনো এই সাক্ষাৎকারকে হাতিয়ার করেই বলিউড ক্যুইন তোপ দেগেছেন আমিরের দিকে।
আমিরকে বিঁধে তার মন্তব্য, “হিন্দু+মুসলিম= মুসলিম.. এ তো সাংঘাতিক কট্টরপন্থী মনোভাব! বিয়ে মানে শুধু জিন কিংবা সংষ্কৃতির মেলবন্ধন নয়, ধর্মেরও মিলন। নিজের সন্তানদের যেমন আল্লার ‘ইবাদত’ শেখাচ্ছেন, তেমনই শ্রীকৃষ্ণের ভক্তির কথাও বলুন। সেটাই তো ধর্মনিরপেক্ষতা, তাই না?”