শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

১১ই জুন খুলছে কলকাতা হাইকোর্ট, ভিডিও মারফত জামিনের শুনানি

রঞ্জন লাহিড়ী- আনলক পর্বে আগামী ১১ জুন থেকে খুলছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক ভাবে হাইকোর্টের এজলাসে কোভিড প্রোটোকল মেনেই চালু হবে ফিজিক্যাল কোর্ট। আপাতত ঠিক হয়েছে প্রথম দিনে ২টি ডিভিশন বেঞ্চ ও ৩টি সিঙ্গল বেঞ্চ বসবে৷ তবে জামিনের মামলাগুলির শুনানি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে৷ ১৫ জুন থেকে সপ্তাহে ৩ দিন আদালত বসবে৷ আদালতের কাজ পরিচালনার জন্য কর্মীদের আনতে বিশেষ বাসের ব্যবস্থা করছে হাইকোর্ট। প্রায় ১৯০০ জন কর্মী রয়েছেন। আদালতের স্বাভাবিক কাজকর্ম চালাতে তাঁদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও লোকাল ট্রেন, মেট্রো চালু হয়নি। স্বাভাবিক হয়নি অন্য গণপরিবহণ ব্যবস্থাও। এই পরিস্থিতিতে কর্মীদের যাতায়াতের জন্য বাসের বন্দোবস্ত করেছেন হাইকোর্ট কর্তৃপক্ষ। ১৫ জুন থেকে খুলছে ব্যাঙ্কশাল এবং নগর দায়রা আদালত। আলিপুর আদালত খুলবে আরও কিছুদিন পর। হাইকোর্টের কর্মীদের কলকাতা–‌সহ দক্ষিণবঙ্গের ৮টি জেলা থেকে আনতে বাসের বন্দোবস্ত করা হয়েছে। যে যে এলাকা থেকে বাস ছাড়বে সেগুলি হল— রানাঘাট, কল্যাণী বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট আড়াই নম্বর গেট, হাবড়া বাস স্ট্যান্ড, বারুইপুর বাস স্ট্যান্ড–‌সহ গড়িয়া, ডায়মন্ড হারবার, বজবজ মোড়, মেচেদা বাস স্ট্যান্ড, আলমপুর বাস স্ট্যান্ড, তারকেশ্বর বাস স্ট্যান্ড, বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড, ব্যান্ডেল চার্চ মোড় ও চুঁচুড়া বাস স্ট্যান্ড। একইসঙ্গে আদালতেও দূরত্ববিধির ওপর জোর দেওয়া হচ্ছে। বাধ্যতামূলক মাস্ক বা ফেসকভার ব্যবহার করতে হবে। এজলাসে ভিড় করা যাবে না। অতিরিক্ত ভিড় করা যাবে না বার রুমেও।‌‌‌ আজকাল

অনেকদিন পর দেখা। নমস্কার বিনিময় হাইকোর্টে। ছবি: অভিজিৎ মণ্ডল

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *