শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ভূস্বর্গ, তবে যেতে হবে বিমানে

কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের । এখন শুধুমাত্র বিমানেই যাওয়া যাবে কাশ্মীরে । ট্রেন ও সড়কপথ আপাতত বন্ধ ।

শ্রীনগর: সেই পাহাড়ের ঠোঁটে শরীর ডুবিয়ে মেঘেদের সঙ্গে ফিসফাস অনেক দিন হয়নি, চিনার-পাইন-আপেল গাছের গা বেয়ে ঝরে পড়া শিশির বিন্দু দেখা হয়নি, সেই যে মেঘ-কুয়াশা আর পাহাড়ি কন্যার চলকে পড়া হাসি, যেই সে শিকারায় সাজানো পসরার দিকে জুলজুল চেয়ে থাকা…সেও হয়নি বহু দিন ।

এ বার বুঝি ঘুচতে চলেছে ভ্রমণপ্রেমীদের সেই দুঃখ। আর কে না জানেন, গোটা দেশে সেরা ভ্রমণপিপাসুর মুকুট যদি কারও কপালে লেখা থাকে, সে অবশ্যই বাঙালি। শুধু বাঙালি জাতিই জানেন, এই করোনার আবহে কী ভাবে নিজেদের পায়ের তলার সর্ষে গুলোকে বশে রেখেছেন তাঁরা। ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলি খুলছে, নিয়ম মেনে চালু হচ্ছে হোটেল, রেস্তোঁরাও। এ বার শুধুই চরৈবেতী বলে বেড়িয়ে পড়ার অপেক্ষা।

১৪ জুলাই থেকে খুলে যাচ্ছে কাশ্মীরও। তবে কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের। এখন শুধুমাত্র বিমানেই যাওয়া যাবে কাশ্মীরে। ট্রেন ও সড়কপথ আপাতত বন্ধ । জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকল পর্যটকের রিটার্ন টিকিট থাকা বাধ্যতামূলক । কতদিনের জন্য আসছেন তা জানাতে হবে। এয়ারপোর্টেই দেখাতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র। এয়ারপোর্টেই সমস্ত পর্যটকদের বাধ্যতামূলক ভাবে থার্মাল স্ক্যানিং করতে হবে। যতক্ষণ না করোনা পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরেই থাকতে হবে পর্যটকদের। রিপোর্ট নেগেটিভ এলে তবেই হোটেলের বাইরে পা রাখতে পারবেন পর্যটকরা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *