মহামারি করোনা শিক্ষার্থীদের জীবন তছনছ করে ফেলেছে। মানসিকভাবে প্রত্যেকেই বিধ্বস্ত। পড়াশোনার ওপর খুব খারাপ প্রভাব ফেলেছে করোনা। অনলাইনে ক্লাস করতে আর আগ্রহী নয় বাচ্চারা।সেখানে পড়াশোনার পরিবেশ নেই, কারো সংস্পর্শে আসা নেই— ভীষণ চাপের। তবে চাপ বুঝি কমতে চলল।
আগামি ১৬ নভেম্বর থেকে স্কুল- কলেজ খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশও দিলেন তিনি।
বলা হয়েছিল ১৫ তারিখ, কিন্তু রাজ্যে ১৬ নভেম্বর থেকে স্কুল ও কলেজ খুলতে চলেছে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ১৫ নভেম্বর থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলবে। তবে সেদিন বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে সরকারি ছুটি। আর সেকারণে ওই দিন স্কুল খুলছে না। এদিন বিকেলে নবান্নর তরফে জানানো হয়, ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ১৬ নভেম্বর পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ খুলবে।
কী কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেছেন, ‘যে সব জায়গায় দুয়ারে সরকার ভোটের জন্য করা যায়নি সেখানে দুয়ারে সরকার হবে।’
‘৪ তারিখে কালীপুজো। ৬ তারিখে ভাইফোঁটা। ১০ আর ১১ তারিখ ছট পুজো। ১৩ তারিখে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে ১৫ তারিখ থেকে করতে হবে। স্কুল কলেজ খোলার ব্যাপারেও ১৫ তারিখ থেকেই করে দাও।’ পরে এটি ১৬ তারিখ করা হয়। অর্থাৎ ১৬ নভেম্বর থেকে।

