কোভিডের কারণে প্রতীকি হজ হিসেবে খুবই নির্দিষ্ট সংখ্যক মানুষকে এবার হজ করার সুযোগ দিচ্ছে সৌদি আরব। সৌদি নাগরিক ও ১৬০টি দেশের নাগরিকদের একটি তালিকা চূড়ান্ত করেছে দেশটি।
গত মাসে সৌদির হজ ও উমরা মন্ত্রী ড. মোহাম্মাদ সালে বিন তাহের বেনতেন জানান এবছর হজ করতে পারবেন ১০ হাজার জন।
সৌদি মিডিয়ার তরফে জানানো হয়েছে ইলেক্ট্রোনিক স্ক্রিনিংয়ের মাধ্যমে হাজিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
ওই তালিকার ৭০ শতাংশই সৌদি আরবে বসবাসরত। এছাড়া চিকিৎসা ও সামরিক খাতের কর্মরত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হয়েছে। সুস্থ ব্যক্তিদের বাছাই করে এ তালিকায় স্থান দেয়া হয়েছে। গালফ নিউজ

