জয়নুল আবেদীন: এইচ টি এ সেবা ফাউন্ডেশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১২ই ডিসেম্বর শনিবার বিকাল ৬ ঘটিকায় পূর্ব লন্ডনের শাওয়ারমা গ্রীল রেষ্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ২০২১ সালের নতুন বৎসরের ক্যালেন্ডার ও ফাউন্ডেশনের লগোকৃত কাপ, টি শার্ট এবং কোভিড-১৯ এর সোশ্যাল ডিষ্টেন্স ষ্টিকার, ফেইস মাস্ক বিতরণ করা হয়।
এইচ টি এ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ইউটিউবে ইসলামি আলোচক মৌলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সভাপতি আশিক আহমদের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করেন মৌলানা আব্দুল মাতিন।
সংগঠনের সভাপতি আশিক আহমদ তার স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসৃচী তুলে ধরে বলেন, যাদের শ্রম ও অর্থের বিনিময়ে ঐসব অবহেলিত মানুষের মুখে হাসিঁ ফুটছে তাদের শ্রম ও দান কখনও বৃথা যাবেনা।
উপদেষ্টা মৌলানা আব্দুল মতিন কোরআন হাদিসের আলোকে দান খয়রাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সদর আহমদ (রুহেল), সহ সভাপতি জাহিদ হুসেন, ফাউন্ডেশনের ঢাকা প্রতিনিধি ও মোয়াজ বিন জাফর আল-হাদী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্টাতা মোহাম্মদ আহমদ জাফর, অফিস সম্পাদক মাছুম আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ফাউন্ডেশনের আগামীর যাত্রা আরো অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা করেন। এবং সবশেষে নৈশ ভোজনের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি উক্ত সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।

উল্লেখ্য এইচ টি এ সেবা ফাউন্ডেশন বৃটিশ ও বাংলাদেশ সরকার অনুমোদিত দুস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সেবা সংস্থা। যে সংস্থা বিগত ১৮ বৎসর যাবত বিভিন্ন দেশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। খবর বিজ্ঞপ্তি

