কমিউনিটি নিউজ ডেস্ক: এটিএন বাংলা ইউকে‘র উদ্যোগে আগামী ১৮ জুন রবিবার পূর্ব লণ্ডনের চেডওয়েল হিথের মে ফেয়ার ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এটিএন বাংলা ইউকে ঈদমেলা ২০২৩’।
‘এটিএন বাংলা ইউকে ঈদমেলা ২০২৩’ সফল করতে চ্যানেলটির পক্ষ থেকে গত ২ জুন শুক্রবার পূর্ব লণ্ডনের ‘লণ্ডন বাংলা প্রেস ক্লাব’ এ এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলা হয়, দিনে দিনে যুক্তরাজ্যে বিস্তৃত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। নানা প্রান্তে ছড়িয়ে পড়া বাংলাদেশিরা নিয়মিতভাবে পিঠা মেলা, বৈশাখী ও ঈদ মেলার মতো নানান আয়োজনে জানান দিচ্ছেন নিজেদের সরব উপস্থিতি। এর মাধ্যমে প্রবাসে তারা সুউচ্চে তুলে ধরছেন দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতি। পাশাপাশি এটি নিজস্ব ব্যবসা-বাণিজ্যের প্রচারণারও সুবর্ণ সুযোগ তুলে ধরছে। আপনারা অবগত আছেন যে, এইসব আয়োজনের প্রধানতম কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে পূর্ব লণ্ডন। বাঙালি অধ্যুষিত পূর্ব লণ্ডনের বাঙালিদেও নানান বর্ণের রঙের মেলার জগতে নতুন সংযোজন হতে যাচ্ছে এবারের এটিএন বাংলা ইউকের ঈদ মেলা। আগামী ১৮ জুন সুপরিচিত ইভেন্ট ভেন্যু মে ফেয়ারে অনুষ্ঠিত হতে যাওয়া এই ঈদ মেলায় প্রাধান্য দেওয়া হয়েছে বাঙালি সংস্কৃতিকে। কিভাবে ঈদের মতো পবিত্র ধর্মীয় উৎসবের একটি জাতির রুচি, চিন্তা-চেতনা, বাণিজ্য এবং সংস্কৃতির সংযোগ ঘটে ঈদমেলার মাধ্যমে এটিএন বাংলা ইউকে এই বিষয়টিকেই তুলে ধরতে চাইছে। অনুষ্ঠিত হতে যাওয়া ঈদমেলার মাধ্যমে আমরা বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সৌখিন ব্যবসায়ীদের পণ্য এবং ব্যবসায়িক ভাবনাকে আপনাদের সামনে হাজির করবো। এর মাধ্যমে আমরা যেমন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিচিতির বিস্তৃতি ঘটাতে চাই তেমনিভাবে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ক্ষুদে শিল্পকেও সমান প্রাধান্য দিতে চাই।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এটিএন বাংলা ইউকের ঈদমেলার স্পন্সর হিসেবে রয়েছে কমিউনিটির ব্যবসা সফল কিছু প্রতিষ্ঠান এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিলেতের শীর্ষ বাংলাদেশী মিডিয়া প্রতিষ্ঠানগুলো। মেলাকে সফল করে তুলতে দায়িত্বশীল ব্যক্তিরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। মেলায় বাংলাদেশী পণ্য এবং খাদ্যের প্রদর্শন, বিক্রির পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। তাতে অংশ নেবেন খ্যাতনামা ব্রিটিশ-বাংলাদেশি শিল্পীগণ। ১৮ জুন রবিবার বেলা ১২ থেকে শুরু হওয়া এই মেলা চলবে রাত আটটা পর্যন্ত। এটিএন বাংলা ইউকের পর্দায় মেলার সরাসরি সম্প্রচার করা হবে। মেলার প্রচারণায় ফেইসবুক, ইউটিউবসহ সব ধরণের সামাজি যোগাযোগ মাধ্যমের ব্যবহারে বিশেষ মাত্রা দেয়া হবে। আর এতে করে মেলাটি আরো বেশি সর্বজনীন হয়ে ওঠবে এবং দর্শকসহ স্পন্সরকারী প্রতিষ্ঠান এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো লাভবান হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান এটিএন বাংলা ইউকের হেড অব প্রোগ্রাম এবং মেলার প্রধান সমন্বয়ক জিএম পলাশ। এসময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর চ্যানেলটির সিইও হাফিজ আলম বখশ। উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেন চ্যানেলটির হেড অব নিউজ মোস্তাক বাবুল। সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘এটিএন বাংলা ইউকে ঈদমেলা ২০২৩’ এর অন্যতম স্পন্সর শেফ অলনাইনের এমএ মুনিম সালিক, চীফ নিউজ এডিটর সাঈম চৌধুরী, নিউজ রিপোর্টার রুমানা রাখী, স্টুডিও ম্যানেজার ঈসা খান রাশেদ, সংবাদ পাঠক শওকত মাহমুদ টিপু ও প্রোগ্রাম প্রেজেন্টার বাসিত চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার উপস্থিতি কামনা করে বলা হয়, মেলায় স্টল বরাদ্দ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মেলায় যারা স্টল নিতে আগ্রহী তারা উল্লেখিত ০৭৫৯০৪২৫৬২৫, ০৭৫৩৪৩৭৩৫৩৬ অথবা ০৭৪০৩০২২৭৭৭ নাম্বারগুলোতে আগামী ১৬ জুন শুক্রবার পর্যন্ত যোগাযোগ করতে পারেন।