১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে খুলতে চলেছে সিনেমা হল, সাথেই শুরু হচ্ছে নাটক,যাত্রা সহ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছুক্ষন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী এই ছাড়ের জন্য।
মুখ্যমন্ত্রী লিখেছেন “স্বাভাবিক ছন্দে ফেরার জন্য যাত্রা,নাটক,মুক্তমঞ্চ,সিনেমা,সমস্ত সঙ্গীত,নাচ,আবৃত্তি ও ম্যাজিক শ্যো চালু করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই সমস্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০-জন অংশগ্রহন করতে পারবে। ১ অক্টোবর থেকে এই সমস্ত কিছু শুরু হবে।শারীরিক দূরত্ব বিধি ও মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। সমস্ত করোনা প্রটোকল মানতে হবে।”
দীর্ঘ ৬ মাস পরে,রাজ্যে নাটক-সিনেমা-যাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ফের শুরু হতে চলেছে। আগেই সিনেমা শ্যুটিং শুরু হয়েছিল রাজ্যে। লকডাউনের ফলে এই সমস্ত পেশার সাথে যুক্ত মানুষেরা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছিলেন। স্বভাবতই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি এই সমস্ত ক্ষেত্রের শিল্পীরা।

