শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

‘২০২১ সালের মধ্যে বিশ্বকে ২০০ কোটি ডোজ দেবে চীন’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চলতি ২০২১ সালের মধ্যে তারা বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করবে।

কোভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন তৈরি ও বিতরণের জন্য চীন ১০কোটি ডলার অনুদান দেবে।

গতকাল বৃহস্পতিবার ফোরামের ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ৭৭ কোটি ডোজ সরবরাহ করেছে।

এরইমধ্যে সিনোভ্যাক বায়োটেক নামে চীনের একটি ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইন ওয়েইডং।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *