পঙ্কজকুমার দেব, হাফলং: আসামের হাফলং ক্যাবিনেট বৈঠকের সমাপ্তি। পরবর্তী ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে শিলচরে। বুধবার প্রায় তিন ঘন্টার ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আজ (বুধবার) ক্যাবিনেট বৈঠকে মন্ত্রী অশোক সিংহল এবং মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী অনুপস্থিত ছাড়া বাকি মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেট বৈঠক যে জেলায় অনুষ্ঠিত হবে ওই জেলায় যাওয়ার সময় আশপাশের জেলার সরকারী কাজের অগ্রগতি খতিয়ে দেখা ছাড়া হিতাধিকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রীদের নির্দেশ দেওয়া রয়েছে। অনুরূপভাবে ফেরার পথেও মন্ত্রীরা সরকারী প্রকল্পের বিষয়ে খোঁজ নিতে হবে। তাই একদিন ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হলেও বাস্তব গণনায় তিনদিন ধরা হয়।
এদিন ক্যাবিনেট বৈঠক শেষে বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গর্লোসা, বিধায়ক নন্দিতা গর্লোসা, চেয়ারপার্সন রাণু লাংথাসা এবং অন্যান্য ইএমরা মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে পার্বত্য জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া ক্যাবিনেট বৈঠক সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন পার্বত্য জেলার সয়েল স্ট্রাটা ঠিক নয়। তাই এবার ইস্ট ওয়েস্ট করিডোর এনএইচ-২৭ মহাসড়ক নির্মাণে চার কিলোমিটার অ্যালিভেটেড হবে।
তিনি বলেন ২০২৪ সালের মার্চ মাসে ইস্ট ওয়েস্ট করিডোর মহাসড়ক নির্মাণ কাজ শেষ হবে। এদিন তিনি হাফলং কৃষি ভবনের দ্বারোদ্ঘাটন ছাড়া হাফলং অসামরিক চিকিৎসালয়ের নবনির্মিত অক্সিজেন প্ল্যান্টেরও শুভারম্ভ করেন।
ডিমা হাসাও জেলার হাফলঙে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে :-
👉অসম-মেঘালয় সীমা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ছয়টি রিজিওনাল কমিটি এবং মুখ্যমন্ত্রী পর্যায়ে আলোচনা। বৃহস্পতিবার দুই মুখ্যমন্ত্রীর তরফে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে সীমা সমস্যার সমাধানের বিষয়ে অবগত করা হবে।
👉কামতাপুর অটোনমাস কাউন্সিল, ঠেঙাল কাছাড়ি অটোনমাস কাউন্সিল এবং বড় কাছাড়ি ওয়েলফেয়ার অটোনমাস কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন বিধিতে অনুমোদন ক্যাবিনেটের।
👉অসমের চিকিৎসা মহাবিদ্যালয় গুলোতে অধ্যাপক ও অধ্যাপিকাদের দীর্ঘ দিনের পদোন্নতি সমস্যার সমাধানে সিদ্ধান্ত গ্রহণ। অ্যাসুরড ক্যারিয়ার প্রমোশন স্কিম। অর্থাৎ পদ খালি না থাকলেও অধ্যাপকরা সঠিক সময়ের মধ্যে পদোন্নতি লাভ করতে সক্ষম হবেন।
👉শিলচরের ধলাইয়ে ২১৪ কোটি ব্যয়ে নির্মিত হবে ওপেন জু। যা রাজ্যের দ্বিতীয় চিড়িয়াখানা হবে। যেখানে বন্য প্রাণীরা মুক্ত আকাশের নীচে বিচরণ করবে এবং মানুষ গাড়িতে চড়ে চিড়িয়াখানার জন্তুদের দেখার সুযোগ লাভ করবেন।
👉পরবর্তী ক্যাবিনেট বৈঠক মার্চ বা এপ্রিলে বিহুর আগে শিলচরে অনুষ্ঠিত হবে।
👉রাজ্যের মোট দশটি কলেজের দুটিতে বাণিজ্য শাখা এবং আটটি কলেজে বিজ্ঞান শাখা চালু হবে।
বাণিজ্য শাখা
১) মরিগাঁও কলেজ
২) শুয়ালকুচি কলেজ
বিজ্ঞান শাখা
১) মরিঢল কলেজ, ধেমাজি।২) ভবানীপুর কলেজ।৩) শালবাড়ি কলেজ।৪) টিংখং মহাবিদ্যালয়।৫) তেজপুর মহাবিদ্যালয়।৬) বাসুগাঁও কলেজ।৭) বি বি কিষান কলেজ৮) এমসিডি কলেজ, কাছাড়
👉হাফলং পানীয় জল প্রকল্পের জন্য ১১০ কোটি টাকার প্যাকেজে ক্যাবিনেটের অনুমোদন।
👉ডিমা হাসাও জেলার পর্যটনের উন্নয়নে বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব সরকারের। হাফলং,পাণিমুর এবং উমরাংশুর পর্যটনের উন্নয়নে ৫০ কোটি টাকার প্যাকেজে অনুমোদন।
👉উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নর্মাল সেক্টরের অধীনে থাকা একশোরও বেশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আধিকারিকদের রাজ্য সরকার বেতন প্রদান করা হবে। এতে পরিষদের আর্থিক বোঝা কমবে।
👉২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে কোভিডের দ্বিতীয় ডোজের ১০০ শতাংশ টার্গেট অর্জন করার সিদ্ধান্ত। মোট ২ কোটি ২০ লাখের মধ্যে ১ কোটি ৭২ লাখ নাগরিককে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
👉এখন থেকে কোভিড আক্রান্ত সরকারী কর্মচারী সর্বাধিক সাত দিনের ছুটি লাভে সক্ষম হবেন। তবে অষ্টম দিন নিজ কর্তব্যে যোগদান করতে হবে।





