ঢাকা অফিস: স্টলে সাজানো কবি আসাদ চৌধুরীর ‘প্রেম ও প্রকৃতির কবিতা’। পুরোনো বই। তবু রাখা। কেউ কেউ কবিতার বই খোঁজেন। প্রতিষ্ঠিত কবিদের। অনন্যা প্রকাশনী কবিতার নতুন বইও এনেছে। আবদুল হাই শিকদারের ‘আমরা মানুষ আমরা এসেছি’ এবং জাকির আবু জাফরের ‘মন এখন বিপ্লবের নদী’ এর মধ্যে রয়েছে।
তবে কবিতার বই হরদম সবাই কিনছে, এমনটি বলা যাবে না। এই প্রকাশনীর বিক্রয়কর্মী নাঈম তালুকদারের মতে, যারা কবিতা ভালোবাসে, তারা এসে কবিতা চায়। অন্যান্য বিষয়ের থেকে কবিতার বইয়ের চাহিদা তুলনামূলক কম।
বইমেলার অন্য সব স্টলের খোঁজখবরে প্রায় একই খবর মেলে। ছায়াবীথি প্রকাশনীতে নবীন কবি পথিকের ‘ধানসিঁড়ি লেন’ চলছে বলে জানিয়েছেন বিক্রয়কর্মীরা। তাঁদের ভাষ্য, কবিতার বই সবাই কেনেন না। এর পাঠক আলাদা। তাঁরা বইমেলায় নিয়মিত কবিতার বই কেনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কবিদের বই অবশ্য অনেকে কিনছেন। প্রতিভা প্রকাশের বিক্রয়কর্মী আকিয়া পারভিন বলেন, নতুন কবি, যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কিংবা কবিতা লেখেন, তাঁদের বই এসে পাঠকেরা চান।
প্রতিভা প্রকাশ বেশ কয়েকটি কবিতার বই বের করেছে। এর মধ্যে সুমন সুবহানের ‘এভাবেই বিষাদে, সংলাপে’ বইটি চলছে। আফসার ব্রাদার্স এনেছে পুরোনো ধ্রুপদি কবিদের বই। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ এবং জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ তারা নতুন করে নিয়ে এসেছে। বিক্রয়কর্মী সাদিকুর রহমান বলেন, ‘উপন্যাস বেশি চাচ্ছে পাঠক। আমাদের এখানে বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় চলছে বেশি। এ ছাড়া সাইফাই, থ্রিলারে তরুণদের আগ্রহ বেশি।’
শব্দশৈলী নিয়ে এসেছে দুটি নতুন কবিতার বই। শহীদুল জাহিদের ‘পদ্ম ফোঁটা জল’ এবং হানি আহমেদের ‘তোমায় পাবো বলে’। আর নালন্দা নিয়ে এসেছে মৃন্ময় মনিরের ‘বালির মধ্যে বসে আছি’ নামের কবিতার বই। ঐতিহ্য ২৫ বছর পূর্তিতে ২৫ লেখকের প্রথম কবিতার বই এনেছে। আগামী প্রকাশনী বের করেছে ফরহাদ মজহারের পূর্বপ্রকাশিত ‘আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে’ বইটি। ১৯৮৩ সালে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থ।
নতুন বইয়ের খোঁজে
অন্যপ্রকাশ বের করেছে শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের লেখনীতে ‘আয়রে আমার ছেলেবেলা’। ঐতিহ্য বের করেছে অনূদিত কবিতার বই। ‘মাতাল মানচিত্র’ নামে নামকরা কবিদের কবিতা একত্রে পাঠকের কাছে এনেছেন আবদুল মান্নান সৈয়দ। আছে এডগার অ্যালান পো, রায়নার মারিয়া রিলকে, গিওম আপোলিনেঅর, হোআন রামোন হিমেনেথ, ফেদেরিকো গারথিআ লোরকা, পার্সি বিশি শেলি, জন কিটসের মতো কবিদের কবিতা।
রোহিঙ্গা ও স্থানীয় বাঙালির প্রাত্যহিক অভিজ্ঞতা নিয়ে গবেষণাধর্মী বই ‘শরণার্থীর সঙ্গে বসবাস’। এটি সম্পাদনা করেছেন রঞ্জন সাহা পার্থ, ওবায়দুল্লাহ আল মারজুক ও মাসাহিকো তোগাওয়া। বইটি বের করেছে ইউপিএল। বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ৯১টি।
সব্যসাচী স্টল বন্ধ
বইমেলায় সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই ‘চুম্বন’ রাখাকে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় হট্টগোলের ঘটনায় প্রকাশক শতাব্দী ভবকে রাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা-পুলিশ। মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর। তবে গতকাল বইমেলায় সব্যসাচী স্টলটি বন্ধ দেখা যায়।
এই হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বইমেলার টাস্কফোর্স আহ্বায়ক ও বাংলা একাডেমির সচিব সেলিম রেজা বলেন, ‘আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তিন-চার দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। স্টলটি বাংলা একাডেমি বন্ধ করেনি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সাপেক্ষে সাময়িক বন্ধ রেখেছে।’
এ প্রসঙ্গে জানতে প্রকাশকের স্ত্রী সানজানা মেহরানের মোবাইলে কল করা হলে তিনি সাড়া দেননি।