শিরোনাম
বৃহঃ. ডিসে ৪, ২০২৫

২০২৯ ক্লাব বিশ্বকাপের সময় জানাল ফিফা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তার পর ফিফা ঘোষণা দিয়েছে, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে গ্রীষ্মে। ফলে আয়োজক হওয়ার স্বপ্নভঙ্গ হলো কাতারের, কারণ দেশটিতে টুর্নামেন্ট আয়োজন করতে হলে সময়সূচি সরিয়ে শীতকালীন সময়ে নিতে হতো, যা ইউরোপীয় লিগগুলোর সূচির সঙ্গে সংঘাত তৈরি করত।

ফিফা ইতিমধ্যেই মহাদেশীয় কনফেডারেশনগুলোকে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ৩২ দলের আসরের পর ২০২৯ সালে দলসংখ্যা বাড়ানোর আলোচনা চলছে। তবে সরাসরি ৪৮ দলে না গিয়ে ধাপে ধাপে সম্প্রসারণের দিকে নজর দিচ্ছে সংস্থাটি।

আয়োজক হওয়ার দৌড়ে বর্তমানে স্পেন ও মরক্কো এগিয়ে আছে। উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। যদিও পর্তুগাল সেই আসরে সহ-আয়োজক, তবে ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ তেমন নেই।

খেলোয়াড়দের সুরক্ষা বিবেচনায় ফিফা নতুন কাঠামো প্রণয়নের পরিকল্পনা করছে। প্রস্তাব অনুযায়ী মূল আসর শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। এতে জয়ী দলগুলো সরাসরি মূল আসরে অংশ নেবে। এর মাধ্যমে কনক্যাকাফ অঞ্চলের মতো শেষ মুহূর্তের জটিলতা এড়ানো সম্ভব হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *