বিশু / সমীপ, শিলচর (অসম): শিলচর আসনে দল যাকে দাঁড় করাবে তিনিই বিপুল ভোটে বিজয়ী হবেন। আগামী ২০২১-এর নির্বাচনে ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা প্রবল। বরাক উপত্যকায় বিজেপির ভিত আরও শক্তিশালী করে তুলতে বৃহস্পতিবার শিলচর বিধানসভা ভিত্তিক দলীয় সাংগঠনিক সভায় ভাষণ দিতে গিয়ে এই দাবি করেছেন দলের প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস।
শিলচরের বঙ্গভবনে আয়োজিত কার্যকর্তা সভায় রঞ্জিত দাস বলেন, ২০২১-এর বিধানসভা নিৰ্বাচনে বিজেপি + = ১০০+ লক্ষ্যকে বাস্তবায়ন করতে দলের প্রত্যেক কাৰ্যকৰ্তা বিরামহীন জনগণের কল্যাণার্থে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন। কাছাড় জেলার ৯ নম্বর শিলচর বিধানসভা ভিত্তিক দলের সাংগঠনিক সভায় প্রদেশ সভাপতি রঞ্জিত দাস পরিসংখ্যান তুলে পর্যালোচনা করতে গিয়ে বলেন, অসমে দুই কোটি ভোটারের মধ্যে দেড় কোটি ভোট কাস্টিং হয়ে থাকে। আর বর্তমান বিজেপি নেতৃত্বাধীন জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন নব্বই লক্ষের বেশি লোক। সেই হিসাবে শুধুমাত্র বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ন্যূনতম ৭০ জন নিশ্চিতভাবে বিধায়ক নির্বাচিত হবেন। এবং শরিক দল মিলে ১০৩ জন বিধায়ক নিয়ে অসমে ফের সরকার গঠন করবে বিজেপি।
আজকের সভায় আসন্ন নিৰ্বাচন এবং দলের সাংগঠনিক অবস্থান আরও মজবুত করে তুলতে বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সরকারের জনহিতকর বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সভায় উপস্থিত বুথ কমিটির প্রত্যেক সভাপতি, শক্তিকেন্দ্ৰ সন্মিলনী এবং কাৰ্যকৰ্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আসন্ন ২০২১-এর বিধানসভা নিৰ্বাচনে শিলচর আসনের প্রার্থী ৫০ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হতে সক্ষম হবেন জানতে পেরে সন্তোষ প্ৰকাশ করেছেন প্রদেশ সভাপতি রঞ্জিত দাস।
এদিনের সভায় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরপূর্বের বরিষ্ঠ বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ, প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, শিলচরের সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দিলীপকুমার পাল, কাছাড় জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই, জেলা বিজেপির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ প্রমুখ।