- সরকার পতন না হওয়া পর্যন্ত ফিরব না: মির্জা ফখরুল
- শেখ হাসিনা পদত্যাগ করবেন না: ওবায়দুল কাদের
লণ্ডন, যুক্তরাজ্য:: সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ১৮ অক্টোবর বুধবার রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশ করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। এই মহাসমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি ছিল আগে থেকেই। বাধা বিপত্তি সত্ত্বেও সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছিলো। বিএনপির জনসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে উঠেছিলো রাজধানীর নয়াপল্টন।
বুধবার দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়। কিন্তু এর আগেই সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন নয়াপল্টন এলাকায়। সকাল ১১টার আগেই কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরাকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ জনসমাবেশ করছে বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। সমাবেশে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
উক্ত সমাবেশে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওইদিন মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না৷ তিনি আরও বলেন, অনেক বাধা আসবে, বিপত্তি আসবে৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে। ২৮ তারিখের মহাসমাবেশের পর আমরা আর থামব না। টানা কর্মসূচি চলবে। অনেক বাধা বিপত্তি আসবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাব আমরা। যুগপৎভাবেই সব রাজনৈতিক দল এ কর্মসূচি পালন করবে। সরকার যদি নিজে থেকে না সরে তাহলে ফয়সালা হবে রাজপথে।
এদিকে প্রায় একই সময়ে ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশের’ আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে এবং ওটা আর কখনোই ফিরে আসবে না। তারা (বিএনপি) অবরোধ করবে, আমরাও পাল্টা অবরোধ করবো । দাঁড়াতে দিবো না। যতকিছুই হোক, শেখ হাসিনা পদত্যাগ করবেন না। শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থেকেই নির্বাচন দেবেন এবং ভোটে আবার তিনি প্রধানমন্ত্রী হবেন। এর কোন ব্যত্যয় হবে না।”
বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “আপনি শেষ বার্তা দিয়েছেন, আমিও বার্তা দিচ্ছি- আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও তিনি ক্ষমতায় বসবেন। এর অন্যথা বা ব্যত্যয় হবে না। শেখ হাসিনা পদত্যাগ করবেন না। এটাই আমাদের শেষ বার্তা”।
যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব (বিএনপি মহাসচিব) দুনিয়ার অবস্থা ভালো না। যাদের কথা বলছেন তাদের চারপাশে অশান্তির আগুন। এ আগুন সামাল দিতে পারছে না। তারা ঘর সামলাবে নাকি এখানে এসে আপনাকে উৎসাহ দিবে। উৎসাহ দেয়ার দিন চলে গেছে। অবরোধ যারা করবে, ঢাকা অচল করবে যারা- তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। তাদের বিরুদ্ধে বন্ধুরা (পশ্চিমা দেশগুলো) কী ব্যবস্থা নেয় আমরা দেখবো”।