শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

২৯ ডিসেম্বর থেকে উত্তরপূর্বে প্ৰচণ্ড শৈত্যপ্ৰবাহের পূর্বাভাস, ঠাণ্ডায় কাঁপছে শিলং

সমীপ, গুয়াহাটি: ডিসেম্বরের শেষের দিকে উত্তরপূর্ব ভারতের পাশাপাশি অসম-মেঘালয় সহ উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ বইবে বলে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে।

কেন্দ্ৰীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্ৰের প্ৰকাশিত তথ্য বলছে, আগামী ২৯ ডিসেম্বর থেকে সমগ্ৰ উত্তর ভারতে শৈত্যপ্ৰবাহের মাত্ৰা বহু গুণ বৃদ্ধি পাবে। বিহারে আজ থেকেই সংহারী রূপ ধারণ করবে শীত। কেবল তা-ই নয়, অসম, মেঘালয় প্রদেশ সহ গোটা উত্তর-পূৰ্বাঞ্চলেও এই কয়দিন জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা। বলা হয়েছে, অসম সহ উত্তর-পূৰ্বাঞ্চলের আবহাওয়া আগামী কয়দিন শুকানো থাকলেও ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকবে প্রতিটি অঞ্চল।

ইতিমধ্যে ঠাণ্ডায় জবুথবু উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয়। কুঁকড়ে যাচ্ছেন মেঘালয়ের রাজধানী শিলং, জোয়াই ইত্যাদি অঞ্চলের মানুষ। শনিবার রাতে শিলঙের তাপমাত্রা নেমে যায় ৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে দিবাভাগে সূর্যের প্রাদুর্ভাব হওয়ায় তা বেড়ে ১৭ হয়েছিল। বিকেল গড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পারদ ফের দ্রুত নামতে শুরু করেছে। আজ পর্যন্ত মরশুমের সব থেকে শীতলতম রাত কাটিয়েছেন মেঘালয়ের বাসিন্দারা।

শিলঙের বাসিন্দা জনৈক বিশ্বজিত্‍ পাল জানান, তীব্র শীতের দরুন স্থানীয় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। মেঘালয়ের একটা বড় অংশ এখন কুয়াশার ঘন চাদরে ঢাকা। তবে দিনের বেলায় সূর্যদেবতার দেখা মেলায় খানিকটা স্বস্তি পাচ্ছেন বাসিন্দারা। শিলঙের পোলো ফিল্ডে গত কয়েকদিন ধরে রাতে বরফের স্তর পড়ে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *