যুক্তরাষ্ট্র প্রতিনিধি: খেলাফত মজলিসের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের নিউ ইয়র্ক শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কানাডা শাখার সভাপতি মাওলানা আব্দুল বাসিত, আমেরিকা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবুল কাশেম, বায়তুলমাল সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী সুহেল, নিউ জার্সি শাখার সভাপতি হামিদুর রহমান, মাওলানা কবির আহমদ, হাফিজ নাজিম উদ্দিন, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান আদনান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলাম মানুষকে মানবিক হতে শেখায়। সুশৃংখল জীবন গঠনে ইসলামের আলোয় আলোকিত হতে হবে। এজন্য ইসলামী জ্ঞানার্জন ও জীবনের প্রতিটি স্থরে আল্লাহর দেয়া বিধান অনুসরণের চেষ্টা করে যেতে হবে।
মাওলানা হামিদুর রহমান আশরাফের সভাপতিত্বে ও রেদওয়ান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল বাসিত।