শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

৩৪৩০ জন- আসামে করোনা আক্ৰান্ত লোকের সংখ্যা ভয়াবহভাবে বৃদ্ধি।

আসামে করোনা আক্ৰান্ত লোকের সংখ্যা ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত মোট ৩৪৩০ জনের করোনা আক্ৰান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৪৩২ জন সুস্থ্য হয়েছেন, ৬ জন লোক মৃত্যু বরণ করেছেন।

উল্লেখ্য যে আসামসহ সমগ্ৰ ভারতে বৰ্তমানে ২৯৮১৭২ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মাঝে ১৪৬৯৭১জন লোক সুস্থ্য হয়েছেন ও ৮৫০১ জন লোক মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *