আসামে করোনা আক্ৰান্ত লোকের সংখ্যা ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত মোট ৩৪৩০ জনের করোনা আক্ৰান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৪৩২ জন সুস্থ্য হয়েছেন, ৬ জন লোক মৃত্যু বরণ করেছেন।
উল্লেখ্য যে আসামসহ সমগ্ৰ ভারতে বৰ্তমানে ২৯৮১৭২ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মাঝে ১৪৬৯৭১জন লোক সুস্থ্য হয়েছেন ও ৮৫০১ জন লোক মৃত্যুবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে।