শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

৪ কার্যদিবসে দুর্নীতি মামলার রায়, সাবেক সেনা কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) শহীদ উদ্দিন চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করার দায়ে করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আজ মঙ্গলবার এ রায় দেন।

এ মামলার বিচার শুরুর ৪ কার্যদিবসের মধ্যে আদালত মামলার রায় দিলেন।

এছাড়া শহীদ উদ্দিন চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে বিচারক উল্লেখ করেন।

এর আগে গত ৮ আগস্ট একই আদালত শহীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং দুই কার্যদিবসে ৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। দুই কার্যদিবসে যুক্তিতর্ক ও অন্যান্য কাজ সম্পন্ন করেন আদালত।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২০ সালের ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশন কর্নেল (অব.) শহীদকে ৭ দিনের মধ্যে তার সম্পদের বিবরণী জমা দিতে বলে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হন।

পরে দুদক ২০২১ সালের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করে এবং একই বছরের ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দেওয়া হয়।

এর আগে ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার আরেকটি আদালত অস্ত্র মামলায় কর্নেল (অব.) শহীদসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অপর আসামিরা হলেন-কর্নেল (অব.) শহীদের স্ত্রী ফারহানা আঞ্জুম খান এবং তাদের দুই সহযোগী সৈয়দ আকিদুল আলী ও খোরশেদ আলম পাটোয়ারী।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *