কমিউনিটি নিউজ ডেস্ক: পরিবারের সচ্ছলতা ফেরাতে দুই বছর আগে ব্রুনাইয়ে গিয়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের মৃত জয়নাল হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৪)। কিন্তু বিধি বাম। ৪ মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রুনাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সামর্থ্য না থাকায় ব্রুনাই থেকে লাশও দেশে আনতে পারছেন না তার পরিবার।
শিপন হাওলাদারের স্ত্রী খোরশেদা বেগম (৩৫) ও মেয়ে মীম আক্তার (১৫) জানান, পরিবারের অভাব-অনাটন দুর করতে দুই বছর আগে এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে ঋণ নিয়ে ব্রুনাইতে গিয়েছিলেন শিপন। সেখানে তিনি ঘাস কাটার কাজ করতেন। গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ব্রুনাইয়ের রিফাজ হাসপাতালে করা হয়। তার চিকিৎসার জন্য পুনরায় ঋণ করে শিপন হাওলাদারের ভাগ্নে ব্রুনাই প্রবাসী লালনের কাছে বাংলাদেশ থেকে দেড় লাখ টাকা পাঠানো হয়। গত ৩০ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিপন।
জানা গেছে, গত চার মাস যাবৎ ব্রুনাইয়ের রিফাজ হাসপাতালে তার লাশ পড়ে থাকলেও সামর্থ্য না থাকায় আনতে পারছেনা তার পরিবার।
শিপনের মেয়ে মীম আক্তার প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের কাছে বাবার লাশ এনে দেওয়ার আকুতি জানিয়েছে।