শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

৭ বছর প্রেম করে বাগদান সারলেন নুসরাত ফারিয়া

দীর্ঘ ৭ বছর প্রেম করে বাগদান সারলেন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে গত ১ মার্চ বাগদান করলেও তা প্রকাশ করেন ৮ জুন রাতে। ফেসবুকে নিজেই বাগদানের বিষয়টি নিশ্চিত করেন নুসরাত ফারিয়া।

ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।

হবু বর নিয়ে ওই ফেসবুক স্ট্যাটাসে বিস্তারিত কিছু বলেননি নুসরাত ফারিয়া। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার হবু বরের নাম রনি রিয়াদ রশিদ। একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সিইও হিসেবে কর্মরত আছেন। করোনাভাইরাসের দুর্দিন কাটলেই বেশ জমকালো আয়োজনে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি।

মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে পদার্পণ ঘটে ২০১৫ সালে। যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তিনি রূপালি জগতে পা রাখেন। ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় ‘শাহেনশাহ’। এই সিনেমায় তিনি শাকিব খানের বিপরীতে কাজ করেন। এরপর কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *