শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

৯ জুলাই পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে ঈদ মেলা

পূর্ব লণ্ডন, যুক্তরাজ্য: আগামী ৯ জুলাই রবিবার টি এন্ড টি কনসালটেন্সি ইউকের আয়োজনে ও নেক্সট স্টেইজ ইভেন্টসের সার্বিক তত্বাবধানে পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে যুক্তরাজ্যের সর্ববৃহৎ ঈদ মেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা চলবে ।

এ উপলক্ষে আজ ১১ মে বৃহস্পতিবার লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে আয়োজকেরা জানান, ঈদ মেলায় বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের স্টলসহ বাংলা সংস্কৃতির নানাদিক তারা তুলে ধরবেন। বাংলাদেশের তারকা শিল্পীরা মেলায় সঙ্গীত পরিবেশন করবেন। দিনব্যাপী এই মেলা প্রায় ২৫ হাজার মানুষ উপভোগ করবেন।

আয়োজকেরা বলেন, বিলেতে আমাদের বাঙালি সংস্কৃতি তুলে ধরার কাজে বহু সাংস্কৃতিক সংগঠন কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আমাদের সংগঠন টি এন্ড টি কনসালটেন্সি এবং নেক্সট স্টেইজ ইভেন্টসও কাজ করে যাচ্ছে। গত বছর আমরা টি এন্ড টি কনসালটেন্সির পৃষ্ঠপোষকতায় এবং সহযোগিতায় পূর্ব লন্ডনের আকলু প্লাজায় দিনব্যাপী একটি বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পেরেছি। সে অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তির সাথে বাংলাদেশি পণ্য প্রদর্শনী বিক্রয়, ফ্যাশন শো, বাঙালির উপাদেয় হরেক রকম খাদ্যের স্টল। কয়েক হাজার দর্শক শ্রোতা সেদিন আমাদের এ আয়োজনে উপস্থিত হয়ে কেনাকেটাসহ আনন্দ উপভোগ করেছেন। বিলেতের মাটিতে অনুষ্ঠানটি হয়েছিলে এক খণ্ড বাংলাদেশের উজ্জ্বল পরিচিতি। ব্রিটিশ বাঙালি ও নতুন প্রজন্মের মাঝে সেদিন যে সাড়া পেয়েছি, আমাদের বিশ্বাস তারা নিজ শিকড়ের সাথে পরিচয় হতে পেরে উৎসাহিত হয়েছেন। আমাদের উদ্দেশ্যও তাই, নতুন প্রজন্মকে শিকড়ের সন্ধান দেয়া। আমাদের সেই বিরল অভিজ্ঞতার পর আমরা উৎসাহিত হয়ে এবার একটি বিশাল সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি নিয়েছি। পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামের খোলা মাঠে এই প্রথম ঈদ মেলা করতে যাচ্ছি। আমাদের এই আয়োজনে সারাদিনে আসা যাওয়ার মাধ্যমে ২০ থেকে ২৫ হাজারেরও বেশি শ্রোতা ও দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করছি। দেশ থেকে এসে বাংলাদেশি সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে অংশ নিবেন। বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী, আধুনিক ও জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা গান পরিবেশন করবেন। এর সাথে পরিবেশিত হবে ফ্যাশন শো, থাকবে হালকা খাবারের শতাধিক রকমারি স্টল। আরও থাকবে চমকে দেয়ার মত রঙিন ব্যানার, ফেস্টুন যা মাঠকে দেবে চোখ ধাধানো একটি পরিবেশ। এছাড়া থাকবে শিশু-কিশোরদের জন্য নানা খেলাধুলার আয়োজন। এটাই হবে এখন পর্যন্ত বিলেতের সবচেয়ে বড় ঈদ মেলা। বিলেতের মাটিতে এটা ইতিহাস সৃষ্টিকারী একটি সাংস্কৃতিক ও বাংলাদেশি ঐতিহ্য সম্বলিত ঈদের সবচেয়ে বড় আয়োজন।

সংবাদ সন্মেলনে আয়োজকেরা ঈদ মেলা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আয়োজকদের পক্ষে পৃষ্ঠপোষক টি এন্ড টি কনসালটেন্সি ইউকের সিইও ইফতেখার আহমেদ, আয়োজক কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি নাজিম উদ্দিন ও নেক্সট স্টেইজ ইভেন্টসের সিইও আবদুল্লাহ মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আয়োজকেরা জানান, মেলায় স্টল বুকিংসহ অন্যান্য খুঁটিনাটি তথ্য নিয়ে খুব শীঘ্রই তারা আরেকটি সংবাদ সন্মেলন করবেন। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *