সড়ক নির্মাণ মন্ত্রী বাড়িতেই ঢুকে পড়েছে বর্ষার জল! ভাগ্যের পরিহাস যাকে বলে। ঘটনাটি বিহারের। বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে নাজেহার রাজ্য। নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ। ফলে পাটনায় মন্ত্রীর বাড়ির এলাকাতেও ঢুকে পড়ছে জল।
মন্ত্রী নন্দকিশোর যাহব বলছেন, ‘যে জায়গা দিয়ে জল বেরিয়ে যায়, সেই জায়গাটা হয়ত কোনও কারণে আটকে গেছে। ফলে জল বেরতে পারছে না।’
এদিকে স্থানীয় সূত্রে খবর, অল্প বৃষ্টি হলেই জল জমে রাস্তায়। জলনিকাশি ব্যবস্থা মেরামত করা হয়নি সরকারের পক্ষ থেকে। পাটনার পাশাপাশি রাজবাঁশী নগর, রাজেন্দ্র নগর-সহ বিভিন্ন এলাকার রাস্তারই বর্ষাকালে বেহাল দশা হয়। কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। তাই নেটিজেনরা বলতে শুরু করেছেন, ‘বিকাশ’ পৌঁছে গিয়েছে মন্ত্রীর বাড়িতে! আবার কেউ বলছেন, কাজ করেননি মন্ত্রী, এবার তার ফল নিজেই ভোগ করছেন। সংবাদসংস্থা এএনআই মন্ত্রীর বাড়ির একটি ছবি পোস্ট করেছে টুইটারে।
দিন দুয়েক আগেই ভয়ঙ্কর ঝড়বৃষ্টি ও বাজ পড়ে বিহারে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। Source: ANI