শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

‘‌মানুষের সঙ্গে অভিনয় করতে পারব না, খেলতে পারব না এঁদের বিশ্বাস নিয়ে’‌ বলছেন কাঞ্চন

মধুরিমা রায়:‌ ‘‌জনতা এক্সপ্রেস’‌ গেম শো থেকে জনপ্রিয় হয়েছিলেন । এখন জনতার দরবারে ভোট চাইছেন। এবার উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক। সকাল থেকে ছুটে বেড়াচ্ছেন। হুডখোলা গাড়িতে উত্তরপাড়ার গলি তস্য গলিতে সাদা পাঞ্জাবিতে প্রার্থী যখন হাত নেড়ে ভোট চাইছেন। ব্যালকনি থেকে রাস্তা জুড়ে তখন মানু্ষের থিকথিকে ভিড়। কাঞ্চন বলছেন, এবারের ভোটে তিনি নিজে থেকেই এগিয়ে এসেছেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে। এই নির্বাচনকে তিনি ভারতের ইতিহাসে বিরল নজির বলেই মনে করেন। কারণ এটা বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর ‘‌ট্রানজিশন পিরিয়ড’‌। আর অভিনেতা থেকে নেতা, এই জাম্প কাটকে তিনি দেখছেন কী ভাবে? প্রশ্নের উত্তরে সোজাসাপ্টা কাঞ্চন ‘‌অভিনয়ে এক একটা চরিত্র করতে হয় যেটা আসল নয়। আর এবারে আমার ভূমিকাটা কিন্তু অন্যরকম। এখানকার মানুষদের সঙ্গে আমি অভিনয় করতে পারব না। আমি এঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে খেলতে পারব না।

এখানে দুটো পুরসভা তিনটি পঞ্চায়েত এলাকায় রাস্তা থেকে জল সবকিছুতেই মানুষজন অসুবিধে ভোগ করছেন। তার জবাবে উত্তরপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী বলেছেন সেদিকগুলো নজর তো দেবেনই সঙ্গে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আইসিইউ-র ব্যবস্থাও করতে চান তিনি। অর্থাত্‍ এখানকার মানুষের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তিত এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এতদিন এই বিধানসভা এলাকার বিধায়ক ছিলেন প্রবীর ঘোষাল।

এবার দল বদলে তিনি বিজেপির প্রার্থী। তাতে কোথাও কি কাঞ্চন মল্লিকের লড়াই সহজ হচ্ছে? লড়াকু কাঞ্চনের অভিমত, কোনও লড়াইকেই তিনি হাল্কা ভাবে কখনও নিতে পারেন না। তাই বিজেপি হোক বা সংযুক্ত মোর্চার প্রার্থী সকলেই তাঁর কাছে সমান যুযুধান দুই প্রতিপক্ষ। আর জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসের রহস্য জানতে চাইলে কাঞ্চন বলছেন সুস্থ ভাবে বাঁচতে, বিশ্বাসঘাতককে প্রতিহত করতে এবং মমতা ব্যানার্জির উপর আস্থা রাখতেই ভোট দেবেন তাঁর বিধানসভা এলাকার মানুষজন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *