কোভিড সংক্রমণে যেন প্রতিযোগিতা চলছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার মধ্যে। সোমবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। যার ফলে কলকাতার মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৮৬৬ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে নতুন সংক্রামিত হয়েছেন ৭৪২ জন। ফলে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৯২৪। যদিও দুই জেলাতেই বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কলকাতায় সুস্থ হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ। উত্তর ২৪ পরগনায় প্রায় ৪৮ হাজার। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন কোভিড আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৪৮ জন। সেরে উঠেছেন তিন হাজার ন’জন।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা নিয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কোভিড-১৯ সক্রিয় রয়েছে ২৭ হাজার ৭১৭ জনের শরীরে। রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’লক্ষ ৭৩ হাজার ৬৭৯ জন। সেরে উঠেছেন দু’লক্ষ ৪০ হাজার ৭০৭ জন। বাংলায় মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ২৫৫ জনের। এছাড়াও হাওড়া, হুগলি, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ১০০-র বেশি করে মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এক দিনে। মাঝে টানা প্রায় আড়াই সপ্তাহ পূর্ব ও পশ্চিম বর্ধমানের সংক্রমণে ১০০ ছাড়াচ্ছিল। বিশেষ করে শিল্পাঞ্চল অধ্যুষিত পশ্চিম বর্ধমান জেলা কোনও কোনও দিন দুশোর কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। কিন্তু গত কয়েক দিনে দুই বর্ধমানেই সংক্রমণ ধারাবাহিক ভাবে কম। সোমবারের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমানে আক্রান্ত হয়েছেন ৮৭ জন এবং পশ্চিম বর্ধমানে ৯৪ জন। সূত্র: দ্য ওয়াল ব্যুরো

