শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

কাছাড়ে আজ নতুন ৫৯ জন করোনা পজিটিভ শনাক্ত, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৫৩০

শিলচর (অসম) : কাছাড় জেলায় আজ বুধবার নতুন করে ৫৯ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রেপিড অ্যান্টিজেন টেস্টে ৪৫ জন এবং আরটিপিসিআর টেস্টে ১৪ জন পজিটিভ আক্রান্তের তথ্য জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষে।

আজ মোট ১,৫৩৬ জনের রেপিড অ্যান্টিজেন টেস্ট (রেট) করা হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯,৫৩০ জনে। জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, এথন পর্যন্ত করোনা পজিটিভ থেকে ৭,৯৩৪ জন আরোগ্য লাভ করেছেন। ১,৪৩০ জন বিভিন্ন কোভিড সেন্টারে এখনও চিকিত্‍সাধীন। কাছাড় জেলায় কোভিড আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩৪ জনের মৃত্যু ঘটেছে। মোট ৩,৯৪৭ জন হোম আইসোলেশনে ছিলেন। এঁদের মধ্যে সুস্থ হয়ে আইসোলেশন মুক্ত হয়েছেন ২,৭৭১ জন। বর্তমানে ১,১৭৬ জন কোভিড আক্রান্ত হোম আইসোলেশনে রয়েছেন। বিশু / এসকেডি / অরবিন্দ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *