শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

শুধু কলকাতায় ৬২ হাজার ছাড়াল সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭৬৫ জন

কলকাতা: শহরে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। জেলা ভিত্তিক সংক্রমণের তালিকার শীর্ষস্থানে রয়েছে কলকাতা। তা স্বত্বেও শহরবাসীর একাংশের মধ্যে করোনা বিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছ। পিছিয়ে নেই মৃত্যুতেও, সেই তালিকায়ও প্রথম স্থান ধরে রেখেছে শহর কলকাতা।

বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার এি সংখ্যাটা ছিল ১৮ জনে। সব মিলিয়ে কলকাতায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১,৮২৮ জন। গত ২৪ ঘন্টায় কলকাতায় ৭৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার ছিল ৭৫৮ জন।

একসময় এই সংখ্যাটা সাড়ে পাঁচশত তে নেমে এসেছিল। কিন্তু পুজোর মুখে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে ফের ৮০০ এর কাছাকাছি। সব মিলিয়ে এই পর্যন্ত শহরে মোট করোনা আক্রান্ত ৬২ হাজার ১৩১ জন। শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বাড়তে বাড়তে ৬ হাজার ছাড়াল।

তথ্য অনুযায়ী কলকাতায় মোট অ্যাক্টিভ আক্রান্তে সংখ্যা ৬,২৫৮ জন। বুধবারের তুলনায় ১১০ জন বেশি। তবে কলকাতায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৪৪ জন। এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৪ হাজার ৪৫ জন।

কলকাতা ছাড়া আর যে সব জেলায় করোনা দাপিয়ে বেড়াচ্ছে তা হল –

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুর। সংক্রমণ ও মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। তৃতীয় স্থানে হাওড়া। কলকাতা থেকে খুব একটা পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭১৭ জন। তার ফলে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৮১ জন।

একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। এই পর্যন্ত এই জেলায় মোট মৃত্যু হয়েছে ১,২২২ জন। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা মোট ৬,২৩৫ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৯ হাজার ৬২৪ জন। স্বাস্থ্য দফতের এই তথ্য থেকেই পরিস্কার, করোনায় সংক্রমণ ও মৃতের দিক থেকে কলকাতা ও উত্তর ২৪ পরগানার অবস্থা ভয়ঙ্কর।

এছাড়া দুই জেলাতেই পুজোর বাজারে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতায়। তার ফলে দুশ্চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতের। তার উপর যদি পুজো পরিক্রমায় দর্শনার্থীরা করোনা বিধি না মানে,তাহলে সংক্রমণ মাত্রা ছাড়া হতে পারে।

অন্যদিকে এদিনের তথ্য অনুযায়ী, বাংলায় একদিনে ৬৩ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৯ জন। একদিনে যে ৬৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১১ জন।

উত্তর ২৪ পরগনার ১৬ জন। দক্ষিণ ২৪ পরগনার ৫ জন। হাওড়ার ৬ জন। হুগলির ৩ জন। পশ্চিম বর্ধমান ১ জন। পূর্ব বর্ধমান ১ জন। পূর্ব মেদিনীপুর ৩ জন। পশ্চিম মেদিনীপুর ৫ জন। পুরুলিয়া ২ জন। নদিয়া ৩ জন। মুর্শিদাবাদ ১ জন। জলপাইগুড়ি ৩ জন। কোচবিহার ১ জন। আলিপুরদুয়ার ২ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *