শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

বাংলাদেশের হয়ে খেলতে চান জাপানি বাংলাদেশি তরুণী

অন্য দেশে জন্ম হলেও স্বদেশি ফুটবলে বেশ পোক্তভাবেই লড়ছেন জামাল ভুঁইয়া। ডেনমার্কে জন্ম হলেও এখন তিনি দেশের ফুটবলের পোস্টার বয়। এবার নারী ফুটবলেও এমন কাউকে পেতে যাচ্ছে বাংলাদেশ। তিনি জাপানি তরুণী মাতসুশিমা সুমাইয়া।

তার জন্ম জাপানে, বসবাস করছেন সেখানেই। তার মা জাপানি হলেও বাবা বাংলাদেশি। ফলে তার হৃদয়ে বাংলাদেশের জন্য বিশেষ জায়গা রয়েছে। মূলত এই কারণেই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান তিনি।

বাবার দেয়া নাম সুমাইয়ার আগে মায়ের উপাধি ‘মাতসুশিমা’ ব্যবহার করছেন এই তরুণী। তার মায়ের নাম মাতসুশিমা তমোমি, বাবার নাম মাসুদুর রহমান।

সম্প্রতি এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) ‌২০ বছর বয়সী ফ্রিস্টাইল ফুটবল প্রতিভা মাতসুশিমা সুমাইয়ার দিকে নজর রাখছে। বিএফএফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মল্লি এবং বাংলাদেশের মহিলা দলের কোচ গোলাম রব্বানী সুমাইয়াকে বাফুফে ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সুমাইয়া বর্তমানে সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে এ- লেভেলে পড়াশোনা করছে। তিনি তার স্কুলে একটি ফুটবল দল গঠন করেছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত আন্ত-ইংলিশ মিডিয়াম স্কুল টুর্নামেন্টে নেতৃত্ব দেন। সেখানে তার দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের মিডফিল্ডার হিসাবে খেলা সুমাইয়া ওই প্রতিযোগিতার সেরা খেলোয়াড়, শীর্ষ স্কোরার এবং সেরা ডিফেন্ডার হয়েছিলেন। তিনি এখন আই এম সি স্পোর্টিং একাডেমিতে খেলছেন।

গত বছর লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন সুমাইয়া। চিকিৎসকরা তাকে আবার ফুটবল না খেলার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সুমাইয়া ফুটবল খেলা ছাড়েননি। করোনা পরিস্থিতির মাঝেও প্রতিদিন তিন থেকে চার ঘন্টা পিচে ফুটবল অনুশীলন করে যাচ্ছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *