গো মাংস নিয়ে দেশে কম ঘটনা ঘটেনি গত কয়েক বছরে। গণ পিটুনি, খুন, বাড়ি ভাঙচুর- কত কীই না হয়েছে। এবার চিড়িয়াখানার বাঘ-সিংহকে গরুর মাংস দেওয়ার বিরুদ্ধে রাস্তায় নামল হিন্দুত্ববাদীরা। সোমবার অসমের রাজধানী গুয়াহাটি চিড়িয়াখানার সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে ধুন্ধুমার বেঁধে যায়। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সোমবার দুপুরে গেরুয়া পতাকা হাতে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী রাস্তা অবরোধ শুরু করে। চিড়িয়াখানার জন্তুদের জন্য মাংস নিয়ে দুটি গাড়ি ঢুকছিল সে সময়। ওই দুটি গাড়িকেও আটকে দেওয়া হয়। অসমের বন দফতরের সচিব তেজস মারিস্বামী বলেন, ‘চিড়িয়াখানার জন্তুদের জন্য আনা মাংস বোঝাই গাড়ি আটকে দেওয়া হয়। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। তারপর তাঁরা গিয়ে গাড়ি দুটিকে চিড়িয়াখানায় ঢোকার ব্যবস্থা করে। ১৯৫৭ সালে গুয়াহাটির মধ্যভাগে ১৭৫ হেক্টর জমির উপর এই চিড়িয়াখানা তৈরি হয়।
উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা এটিই। হাজারের বেশি জন্তু জানোয়ার রয়েছে গুয়াহাটি চিড়িয়াখানায়। রয়েছে ১০০-র বেশি বিরল বিদেশি পাখি। এই মুহূর্তে এই চিড়িয়াখানায় আটটি বাঘ, তিনটি সিংহ এবং ২৬ টি লেপার্ড রয়েছে। কোভিড-১৯ এর কারণে চিড়িয়াখানা বন্ধ সেই মার্চ মাস থেকে। নাহলে রোজই পর্যটকদের ভিড় লেগে থাকে এই চিড়িয়াখানায়। কিন্তু দর্শক ঢোকা বন্ধ বলে তো আর পশু-পাখিদের খাওয়া দাওয়া বন্ধ করা যায় না। অবরোধ হঠিয়ে দিলে চিড়িয়াখানার সামনে থেকে বিক্ষোভকারীরা চলে গেলেও তাঁরা জানিয়েছেন, রাজ্যে গো মাংস নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চলবেই। সূত্র: দ্যা ওয়াল

