কলকাতা: দৈনিক মৃতের নিরিখে যুগ্মভাবে প্রথম কলকাতা ও উত্তর ২৪ পরগনা। উত্সবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৮০০ করে। অর্থাত্ দুই জেলায় মোট আক্রান্ত ১,৫৭৬ জন। বাকি ২১ জেলায় ২,২৮৯ জন। ফলে বাংলায় মোট আক্রান্ত ৩,৮৬৫ জন।
শনিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় ১৫ জনের মৃত্যু হয়েছে। কাকতালীয়ভাবে উত্তর ২৪ পরগনায়ও সংখ্যাটা একই। বাকি জেলায় দৈনিক মৃতের সংখ্যাটা ১০ এর নিচে। এই পর্যন্ত কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১,৯৭১ জনের।
পাশাপাশি উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যাটা বেড়ে ১,৩৫৭ জন। দুই জেলা মিলে মোট মৃতের সংখ্যা ৩,৩২৮ জন। বাকি ২১ জেলায় ২,৬৬৪ জন। ফলে বাংলায় মোট মৃত্যু হয়েছে ৫,৯৯২ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৮৪ জন। আর উত্তর ২৪ পরগনায় ৭৯২ জন।
ফলে কলকাতায় মোট আক্রান্ত ৬৯,০৩১ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬৩,৯৪২ জন। শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বাড়তে বাড়তে এখন ৭,৩৪৯ জন। পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। এই জেলায় ৭,০২৫ জন। একদিনে বেড়েছে যথাক্রমে ১৬১ ও ১৬০ জন।
তথ্য বলছে দুই ভাই অর্থাত্ দুই জেলার মধ্যে খুব মিল। যে মিল বাংলাকে অতিমারীর দিকে নিয়ে যাচ্ছে। তবে কলকাতায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬০৮ জন। এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৯ হাজার ৭১১ জন। আর উত্তর ২৪ পরগনায় একদিনে ৬১৭ জন। মোট ৫৫ হাজার ৫৬০ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ। এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি ও দুই মেদিনীপুর।
এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (২২,০০৭), হুগলি (১৫,৫৬৩), দক্ষিণ ২৪ পরগনায়(২১,১১৬ ),পূর্ব মেদিনীপুর ( ১৩,০৭২) ও পশ্চিম মেদিনীপুর ১১,৯৫২ জন। বাকি জেলায় সংক্রমণ ১০ হাজারের নিচে।
একদিনে যে ৬১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৫ জন। উত্তর ২৪ পরগনার ১৫ জন। দক্ষিণ ২৪ পরগনার ৪ জন। হাওড়ার ৭ জন। হুগলি ৪ জন। পশ্চিম বর্ধমান ১ জন। পূর্ব মেদিনীপুর ৩ জন। পশ্চিম মেদিনীপুর ১ জন। নদিয়া ৪ জন। মালদা ২ জন। জলপাইগুড়ি ২ জন। দার্জিলিং ১ জন। আলিপুরদুয়ার ২ জন।

