শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

আসামে জনসংখ্যা বিস্ফোরণ ঠেকাতে তুলসী বেদিতলে শপথগ্ৰহণ জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের

গুয়াহাটি: অসমের অন্যতম প্রধান উত্‍সব কাতি বিহুর দিন অর্থাত্‍ আজ শনিবার জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন নামের বেসরকারি সংগঠন সারা দেশে জনসংখ্যা বিস্ফোরণ রোধে এক কার্যসূচি গ্ৰহণ করেছে। এদিন বিকেলে মহানগরে অসম রাজ্য চিড়িয়াখানা চত্বরে তুলসী গাছ রোপণ করে প্ৰত্যেক পরিবারে দুটি সন্তান নীতি চালু করতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যসূচি গ্ৰহণ করা হয়েছে। কাতি বিহু উপলক্ষ্যে তুলসী তলায় মাটির প্ৰদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্ৰাৰ্থনা জানানো হয়।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উত্তরপূর্ব ভারতের সংযোজক লালজি সোনারি। সংবাদ মাধ্যম নিউজ লাইভ-এর রাজনৈতিক সম্পাদক ছায়ামণি ভুঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে মাটির প্ৰদীপ জ্বালিয়ে মন্ত্ৰোচ্চারণ করেন গোপাল কাফলে, প্ৰদীপ প্ৰজ্বলন করেন উত্তরপূর্বের অধ্যক্ষ শৈলেন্দ্ৰ পাণ্ডে, অসম প্ৰান্তের অধ্যক্ষ শিবপ্ৰসাদ শর্মা, অসম প্ৰান্ত মহিলা শক্তির অধ্যক্ষ রুবী সিংহ, গুয়াহাটি মহানগর মহিলা শক্তির অধ্যক্ষ রঞ্জিতা রাজে। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সচিব ইপ্সিতা বরুয়া, সক্ৰিয়ভাবে অংশগ্ৰহণ করেন ফাউন্ডেশনের যুব শক্তির অসম প্ৰান্ত সম্পর্ক প্ৰমুখ ত্ৰিনয়ন কোচ, গুয়াহাটি মহানগর সাংগঠনিক সম্পাদক নিহারেন্দ্ৰ শর্মা। এর পর অনুষ্ঠানে জনসংখ্যা ফাউন্ডেশনের একটি গান উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অসমের ওদালগুড়ি থেকে করিমগঞ্জ, ধুবড়ি থেকে শদিয়া পৰ্যন্ত গোটা রাজ্য জুড়ে প্ৰায় পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভারত মাতার প্ৰতিকৃতির সামনে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের কর্মকর্তারা এবং সমর্থকরা জাতীয় পতাকার সামনে ভারতীয় সংস্কৃতি, গৌরব, সমাজ সংরক্ষণের লক্ষ্যে দেশের সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে নিঃস্বার্থভাবে আজীবন কাজ করে যাওয়ার শপথ গ্ৰহণ করেছেন। সব শেষে সংগঠনের কর্মকর্তারা শান্তি মন্ত্ৰ পাঠ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন। রিংকি / এসকেডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *