শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

বিক্ষোভের মুখে ২০ শতাংশ টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন্ন শরৎকালীন সেমিস্টারের টিউশন ফি ২০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার বিশবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টিউশন ফি ও অ্যাক্টিভিটি ফি ২০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।’

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশের আজ টানা তৃতীয় দিনের মতো ৩০ শতাংশ ফি মওকুফের দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানানো হলো।

শিক্ষার্থীরা অ্যাক্টিভিটি ফি যেমন: কম্পিউটার ল্যাব ফি, গ্রন্থাগার ফি ও অন্যান্য ফি পুরোপুরি মওকুফের দাবি জানায়। অনলাইনে ক্লাস চলা এবং ক্যাম্পাসে এসে ল্যাব-গ্রন্থাগার ব্যবহারের সুযোগ না থাকায় শিক্ষার্থীরা এ দাবি জানায়।

আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি আজ বিকেলে ফি কমানোর ঘোষণা দেন। তবে ৩০ শতাংশ টিউশন ফি মওকুফ এবং শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি ফি সম্পূর্ণ বাতিলের দাবিতে অনেক শিক্ষার্থী এখনও বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীরা আজ দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান নেন। তারা ২২ অক্টোবর নতুন সেমিস্টার শুরুর আগেই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

মহামারির কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর আগে গ্রীষ্মকালীন সেমিস্টারে ২০ শতাংশ ফি মওকুফ করেছিল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *