শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

বিহারে গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেনের দু’টি কামরা বেলাইন, অল্পের জন্য রক্ষা

পাটনা: মঙ্গলবার লাইনচ্যুত হল গোরক্ষপুর-কলকাতা (০৫০৪৮) পুজো স্পেশাল ট্রেনের দু’টি কামরা। দুর্ঘটনাটি ঘটে সিলৌত এবং সিহো স্টেশনের মধ্যবর্তী স্থানে।

সিলৌত রেল স্টেশনটি রঘুনাথপুরের কাছে এবং সিহো স্টেশনটি মুজফ্‌ফরপুর জেলার সকরা তহশিলের কাছে অবস্থিত। রেল সূত্রে খবর, ভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনায় প্রকাশ, ট্রেনটি মুজফ্‌ফরপুর থেকে সমস্তিপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের চালক সতর্কতা অবলম্বন করে ট্রেনটির গতি কমিয়ে দেন। যে কারণে বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এই ঘটনার পরই প্রশাসন বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর প্রকাশ করে। যেগুলি হল-

সমস্তিপুর- ০৬২৭৪-২৩২২২৭

মুজফ্‌ফরপুর- ৮৩৪০৬৪৪৯৮৬

সোনপুর- ০৬১৫৮-২২১৬৪৫ এবং ০৬১৫৮-২৬২৯৬০

হাজিপুর- ০৬২২৪-২৭২২৩০

ঝাঝরা- ৭০৭০০৩৭৯১৯

এক যাত্রী জানান, ট্রেন তখন চলছিল। সে সময়ই আওয়াজ শোনা যায়। এর পরে চালক ট্রেন থামিয়ে দেন। অন্য এক যাত্রী বলেন, মুজফ্‌ফপুর স্টেশন ছাড়ার পরই দু’টি এসি কামরা লাইন থেকে প্রায় দু’ফুট উপরে লাফিয়ে ওঠে। এ ভাবেই কিছুক্ষণ চলার পর ট্রেনটি থামানো হয়।

উত্‍সবের মরশুমে ৩৯২টি স্পেশাল ট্রেন চালু করেছে রেল। এগুলি আজ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। জানা গিয়েছে, ০৫০৪৮ পূর্বাঞ্চল উত্‍সব স্পেশাল (ভায়া সিবান) ট্রেনটি গোরক্ষপুর থেকে প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার সকাল সাড়ে ১১টায় ছাড়বে। পর দিন বিকেল ৪.৪৫টায় ট্রেনটির কলকাতায় পৌঁছানোর কথা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *