রাকেশ, ভুবনেশ্বর: ওডিশায় ফের বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ওডিশায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৯৩১ জন। শেষ ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও ১৩ জনের প্রাণ। ফলে ওডিশায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে হল যথাক্রমে-২,৭৪,১৮১ এবং ১,১৮১।
বুধবার সকালে ওডিশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১,৯৩১ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৭৪,১৮১। ওডিশায় এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২০,৭৫০ এবং করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ২,৫২,১৯৭ জন। বিগত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ১,১৮১-এ পৌঁছেছে।

