গুয়াহাটি, সমীপ / অরবিন্দ: অসমে শুক্রবার আরও চারজন কোভিড-১৯ সংক্রমিত রোগী মৃত্যুবরণ করেছেন। তাঁদের নিয়ে রাজ্যে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯০০।
আজ যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা যথাক্রমে শোণিতপুরের সুনীল স্বামী (৬০) ও গঙ্গামায়া গুরুং (৬০), কামরূপ মহানগরের উমেশচন্দ্ৰ দাস (৭০) এবং মরিগাঁওয়ের ঊষা বরদলৈ (২৫)।
কিছুক্ষণ আগে তাঁর অফিশিলায় টুইট হ্যান্ডলে এই তথ্য দিয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। কোভিডে আক্রান্ত হয়ে নিহতদের প্রতি গভীর শোক জ্ঞাপনের পাশাপাশি তাঁদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।
এদিকে আজ রাত ৮.৩০ মিনিটে অপর এক টুইটে স্বাস্থ্যমন্ত্রী জানান, এদিন নতুন আরও ৪২৭ জনকে কোভিড-১৯ সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছে। মোট ১৭,৪৯৬টি নমুনা টেস্ট হয়েছে। এর মধ্যেই শনাক্ত হয়েছেন নতুনরা। পরীক্ষার তুলনায় সক্ৰিয় আক্ৰান্তের হার ২.৭৮ শতাংশ বলে জানিয়েছেন মন্ত্রী ড. শর্মা। তিনি জানান, আজকের নতুনদের নিয়ে রাজ্যে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,০৩,৭০৯। তাছাড়া সুস্থ হয়েছেন মোট ১,৭৯,৮৪৩ জন। আজ আরও ২,১৮৪ জনকে সুস্থ বলে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তিনি জানান, সুস্থের হার ৮৮.২৮ এবং মৃত্যুর হার ০.৪৪ শতাংশ। এখনও সক্রিয় রোগী রয়েছেন ২২,৯৬৩ জন।

