অনেকদিন পর গতকাল শুক্রবার বাংলায় ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের তুলনায় সুস্থ হলেন বেশি মানুষ। শনিবারের বুলেটিনেও একই ছবি ধরা পড়ল। এদিনের বুলেটিন বলছে, রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৯৩ জন। অন্যদিকে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৪৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তাদের রিপোর্টে বলেছে, উত্সবের মরশুমে দেশের যে কয়েকটি রাজ্যে হুহু করে সংক্রমণ বেড়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। পুজোর মধ্যে দেখা গিয়েছিল রোজই প্রায় চার হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে এদিনের বুলেটিন সেদিক থেকে সামান্য হলেও আশা ব্যঞ্জক।
এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৭ জনের। রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লক্ষ ৭৩ হাজার ৬৬৩ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ৩৯ হাজার ৯৩৭ জন। বাংলায় মোট মৃত্যু হয়েছে ছহাজার ৮৪১ জনের। এই মুহূর্তে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ হাজার ৮৮৬ জন। শুক্রবারের বুলেটিনেও সংক্রমণের শীর্ষে কলকাতা, ৯৩১ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪পরগনা, ৯২৬ জন। তবে দুই জেলাতেই ৯০০-র কমবেশি করে মানুষ সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়। তা ছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ২৫৯ জন একদিনে করোনা আক্রান্ত হয়েছেন। হাওড়ায় ২৪ ঘণ্টায় প্রায় আড়াইশ করে মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। এ ছাড়া হুগলি পশ্চিম বর্ধমানের, দুই মেদিনীপুর, নদিয়া, মালদা, দার্জিলিং এবং কোচবিহারে শতাধিক করে মানুষ করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১৫৫টি স্যাম্পল টেস্ট হয়েছে। সূত্র: দ্য ওয়াল ব্যুরো

