শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ফেলুদার

ভাল আছেন ফেলুদা। একটু একটু করে সেরে উঠছেন। চিন্তার কারণ নেই বলেই জানালেন বেলভিউ হাসপাতালের ডাক্তাররা। বরং গতকালের থেকে তাঁর শরীর আজ আরও একটু ভাল। ডায়ালিসিস করার দরকার পড়েনি। বেলভিউ হাসপাতালের বিকেলের বুলেটিনে ভাল খবরই শোনালেন ডাক্তাররা। ফেলুদা চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন। তাঁর রক্তচাপ স্বাভাবিক। হার্টও ভাল। অন্য কোনও কার্ডিয়াক সমস্যা নেই। বেলভিউ হাসপাতালের নেফ্রোলজি বোর্ড জানিয়েছে, আজ আর ডায়ালিসিস করার দরকার পড়েনি। কিডনির অবস্থা আগের থেকে ভাল সৌমিত্রবাবুর। ক্রিয়েটিনিনের পরিমাণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে হিমোগ্লোবিনের মাত্রা সামান্য কমেছে ফেলুদার। তাঁকে রক্ত ও প্লেটলেট দিতে হয়েছে। বেলভিউ হাসপাতালের ডাক্তাররা গতকালই বলেছিলেন, সৌমিত্রবাবুর স্নায়ুর রোগই চিন্তার কারণ। এনসেফ্যালোপ্যাথি দেখা গেছে তাঁর যে কারণে এখনও ঠিকমতো সম্বিত ফেরেনি ফেলুদার। কোভিড সংক্রমণে এনসেফ্যালোপ্যাথি হলে অধিক উত্তেজনা, ভুলে যাওয়া, ট্রমা, উদ্বেগ দেখা দেয়। সৌমিত্রবাবুরও তেমনই উপসর্গ দেখা গেছে। যদিও এই স্নায়ুর রোগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ডাক্তাররা। মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। স্নায়বিক রোগ নিয়ন্ত্রণে রাখতে নতুন স্ট্র্যাটেজি ঠিক করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সৌমিত্রবাবু মঙ্গলবার একেবারেই অচৈতন্য হয়ে পড়েছিলেন। মঙ্গলবার বেলভিউ জানিয়েছিল সৌমিত্রবাবুর ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা ঊর্ধ্বমুখী। ফুসফুসের সংক্রমণ রোখার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিলেন চিকিত্‍সকরা। তা ছাড়া কোভিড সেরে যাওয়ার পর নতুন করে নিউমোনিয়া ধরা পড়ে ৮৫ বছর বয়সী অভিনেতার। সেটা নিয়েও উদ্বেগে রয়েছেন চিকিত্‍সকরা। বুধবার অতি সামান্য উন্নতি হয় তাঁর। তারপর থেকে আরও খানিকটা উন্নতি হয়েছে অভিনেতার শারীরিক অবস্থার। দ্য ওয়াল ব্যুরো

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *