শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

সমমনা ইসলামী দল গুলোর বিক্ষোভে বক্তারা: নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না

রাসুল (সা.) এর কার্টুন প্রকাশের প্রতিবাদে গতকাল শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে কয়েকটি সমমনা ইসলামী দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের দোসর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার মুসলমানদের নির্যাতন বন্ধ না করলে তাকে বাংলাদেশ ঢুকতে দেয়া হবেনা। এর আগে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসীমা রাওকে যেভাবে এদেশের তৌহিদী জনতা প্রতিহত করেছিল একই ভাবে মোদীকেও প্রতিহত করা হবে।

এসময় বক্তারা আরো বলেন, মুসলিম বিদ্বেষী উগ্রসাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে বাংলাদেশের বিজয় দিবস বা স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানালে এদেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। বক্তারা বলেন, অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে সরকারের পক্ষ থেকে ৯০ শতাংশ মুসলমানের অনুভুতি জানিয়ে কড়া প্রতিবাদ করতে হবে। ফ্রান্সের পন্য বর্জনের ঘোষণা দিতে হবে সরকারের তরফ থেকে। নতুবা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মহানবী (সাঃ) এর অবমাননা হয় এমন কোনো কিছু সহ্য করা হবে না। ফ্রান্স রাসূলুল্লাহ (সাঃ)-এর কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে। এ জন্য ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বক্তারা আরো বলেন, আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী আগামী সোমবার গুলশানস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বলেন, প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লাহার রাসুলের কার্টুন এঁকে গোটা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে আঘাত দেয়া হয়েছে। একজন মুসলমানও এটা মেনে নিতে পারে না। তিনি বলেন, বাংলাদেশ সরকার এখনো মানুষের মনের ভাষা বুঝতে পারছে না। সরকার ফ্রান্সের দূতকে ডেকে এখনো কোন প্রতিবাদ জানায়নি। রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ না জানিয়ে সরকার চুপ করে আছে। তিনি বলেন, মুসলামন দেশ গুলোর উচিত ফ্রান্সের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করা।

গণ মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে জমিয়তে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দীন বলেন, আমাদের স্বাধীনার রজত জয়ন্তি অনুষ্ঠানে হিন্দুত্ববাদের দোসর উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালে বাংলাদেশের মানুষ সেটা প্রতিহত করবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. মোহাম্মদ ঈসা শাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের আমির মাওলানা আব্দুল্লাহ হাসান পীর সাহেব বাহাদুরপুর, মুসলিম লীগের নেতা আতিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দীন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *